×

বরিশাল

রবিবার মধ্যরাতে শেষ হচ্ছে মাছ ধরার নিষেধাজ্ঞা

Icon

কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশ: ০২ নভেম্বর ২০২৪, ০৫:৪১ পিএম

রবিবার মধ্যরাতে শেষ হচ্ছে মাছ ধরার নিষেধাজ্ঞা

ছবি: ভোরের কাগজ

   

আগামীকাল (রবিবার ৩ নভেম্বর) মধ্যরাতে শেষ হচ্ছে সাগর ও নদীতে মাছ ধরার উপর ২২ দিনের নিষেধাজ্ঞা। তাই শেষ সময়ে সমুদ্র যাত্রার প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছেন জেলেরা। যেন দম ফেলার ফুসরত নেই তাদের। জেলেসহ মৎস্য সংশ্লিষ্টদের আশা এবার তাদের জালে ধরা পড়বে কাঙ্ক্ষিত ইলিশ।

তবে নিষেধাজ্ঞার ২২ দিনে সরকারী প্রণোদনার চাল প্রকৃত জেলেরা পায়নি বলে দাবি তাদের। ধার দেনায় জর্জরিত জেলেরা। এছাড়া মৌসুম জুড়ে কাঙ্ক্ষিত ইলিশ ধরা না পড়ায় ২২ দিনে কর্মহীন হয়ে পরেছে অনেক জেলে। 

তাদের কর্মবিরতিতে কেউ ট্রলার মেরামত করছেন, কেউ ট্রলারে রং করছেন, কেউ ট্রলার ধোয়া মোছা করছেন, কেউবা আবার জাল বুনছেন, কেউবা আবার ট্রলারে জালসহ আনুসঙ্গিক সরঞ্জাম তুলছেন। 

ইলিশের বাঁধাহীন প্রজননের জন্য ১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত সমুদ্র ও নদীতে মাছ ধরার উপর নিষেধাজ্ঞা আরোপ করে সরকার। এসময় সামুদ্রিক মাছ আহরণ, পরিবহন, বিপনন ও বিক্রি নিষিদ্ধ ছিলো। ২২ দিনের অবরোধ সফল করতে তৎপর ছিলো মৎস্য বিভাগসহ প্রশাসনের কর্মকর্তারা। সাগর ও নদীতে অভিযান চালিয়ে অনেক জেলেকে জরিমানা ও কারাদণ্ড দিয়েছে মৎস্য বিভাগ। নিষেধাজ্ঞার পরে সাগরে গিয়ে জাল ফেললেই জেলেদের জালে ধরা পড়বে ঝাঁকে ঝাঁকে রুপালি ইলিশ বলে দাবি মৎস্য সংশ্লিষ্টদের।

আরো পড়ুন: বিদ্যুৎহীন সেন্টমার্টিন, ভোগান্তিতে মানুষ

ছবি: ভোরের কাগজ

তবে আশার আলো জেলে সমবায় সমিতির সভাপতি নিজাম শেখসহ মৎস্যজীবিদের দাবি অবরোধের সুবিধা নিচ্ছে ভারতীয় জেলেরা। অবরোধের সময় বঙ্গোপসাগরে কোন মাছধরার ট্রলার না থাকায় বাংলাদেশের জল সীমানায় ঢুকে ভারতীয় জেলেরা অবাধে মাছ শিকার করেছে। অবরোধকালীন সময়ে নৌ বাহিনী দুই দফায় শতাধিক ভারতীয় জেলেসহ কয়েকটি মাছধরার ট্রলার চট্টগ্রাম ও পায়রা বন্দর সংলগ্ন সমুদ্র থেকে আটক করে। গভীর সমুদ্রে টহল না থাকায় এ সুযোগ কাজে লাগাচ্ছে ভারতীয় জেলেরা এমনটাই দাবি মৎস্য সংশ্লিষ্টদের।

আলীপুর মৎস্য অবতরণ কেন্দ্রের আড়তদার সমবায় সমিতির সভাপতি মো. জলিল ঘরামী জানান, আমাদের জেলেরা সরকারের আইন মেনে মাছধরা থেকে ২২ দিন বিরত ছিল। আগামীকাল (রবিবার) মধ্যরাতে জেলেরা সমুদ্রের উদ্দেশ্যে রওয়ানা দিবে। আশা করছি কাঙ্ক্ষিত ইলিশ ধরা পরবে জেলেদের জালে। 

জলিল ঘরামী আরো জানান, আমাদের সমুদ্রে যখন অবরোধ থাকে তখন ভারতের সাগরে অবরোধ থাকে না। এই সুযোগে ভারতীয় জেলেরা বঙ্গোপসাগরে ঢুকে মাছ শিকার করছে। এর কারণে অবরোধ শেষে আমাদের জেলেরা মাছ পায় না।

কলাপাড়া সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, কলাপাড়ায় নিবন্ধিত ১৮ হাজার ৩০৭ জন জেলেকে ২৫ কেজি করে সরকারী প্রনোদনার চাল দেয়া হয়েছে। অবরোধ শতভাগ সফল করতে সাগর ও নদীতে উপজেলা প্রশাসন, মৎস্য বিভাগ, নৌ-পুলিশ, কোষ্টগার্ড ও নৌ-বাহিনী ব্যাপক অভিযান পরিচালনা করেছেন। আমরা আশা করছি জেলেরা প্রুচর পরিমানে ইলিশ পাবে। তাদের ধার দেনাসহ পেছনের লোকসান কাটিয়ে উঠতে পারবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App