ইসলামী ব্যাংকের লোকসান ১০০ কোটি টাকা

কাগজ ডেস্ক
প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৪, ০৪:২৬ পিএম

গত বছর একই সময়ে শেয়ার প্রতি ২ টাকা ৭২ পয়সা আয় হয়েছিল। ছবি : সংগৃহীত
চলতি আর্থিক বছরের জুলাই থেকে সেপ্টেম্বর মাসে প্রান্তিকে ১০০ কোটি টাকার লোকসান গুনেছে ইসলামী ব্যাংক। বুধবার (৩০ অক্টোবর) ব্যাংকের এক মূল্য-সংবেদনশীল বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
বিবৃতিতে বলা হয়, এই প্রান্তিকে ব্যাংকটির লোকসান দাঁড়িয়েছে শেয়ারপ্রতি ৬২ পয়সা। তবে ইসলামী ব্যাংকের অধীন সাবসিডিয়ারি প্রতিষ্ঠানগুলোর আয়ের ফলে সমন্বিতভাবে এই প্রান্তিকে লোকসানের পরিমাণ ৮৯ কোটি টাকায় নেমেছে।
ব্যাংকটি জানায়, আগের বছরের একই সময়ের চেয়ে মন্দ ঋণের বিপরীতে প্রভিশনিং বাড়ানোর ফলে এ বছরের জুলাই-সেপ্টেম্বরে তারা লোকসানের সম্মুখীন হয়েছে। এছাড়া, চলতি বছরের প্রথম ৯ মাস শেষে তাদের সমন্বিত নিট মুনাফা দাঁড়িয়েছে ২৬৭ কোটি টাকায়, যা আগের বছরের একই সময়ের চেয়ে ৩৯ শতাংশ কম।
সেপ্টেম্বর শেষে কোম্পানিটির শেয়ার প্রতি ১ টাকা ৬৬ পয়সা আয় হয়েছে। গত বছর একই সময়ে শেয়ার প্রতি ২ টাকা ৭২ পয়সা আয় হয়েছিল।