×

ব্যাংক

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হলেন আবদুল মান্নান

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৪, ০৪:১৪ পিএম

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হলেন আবদুল মান্নান

মোহাম্মদ আবদুল মান্নান। ছবি: সংগৃহীত

   

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসির নবগঠিত পরিচালনা পর্ষদে চেয়ারম্যান হিসেবে যোগ দিয়েছেন মোহাম্মদ আবদুল মান্নান। বুধবার (৪ সেপ্টেম্বর) ব্যাংকটি এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

আবদুল মান্নান ইসলামী ব্যাংক বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দীর্ঘ সময় দায়িত্ব পালন করেছেন।  তিনি  তিনি এশিয়া প্যাসিফিক ও ভূমধ্যসাগরীয় অঞ্চলের নির্বাচিত সিইওদের সেরা সম্মাননা ‘দ্য এশিয়ান ব্যাংকার সিইও লিডারশিপ অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড-২০১৬’ অর্জন করেন। এ ছাড়া সরদার প্যাটেল অ্যাওয়ার্ড-২০১৬, ইসলামিক ব্যাংকিং অ্যাওয়ার্ড-২০১৩, রেমিট্যান্স অ্যাম্বাসেডর অব বাংলাদেশ অ্যাওয়ার্ড-২০১২–এ ভূষিত হয়েছেন তিনি।

আবদুল মান্নান ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞানে মাস্টার্স ডিগ্রি অর্জন করেছেন। তিনি দেশ–বিদেশে বিভিন্ন সভা ও সেমিনারে অংশগ্রহণ করেছেন। 

ব্যাংকের নবগঠিত পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে যোগ দিয়ে তিনি বলেন, কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা থাকলেও শিগগিরই এই সংকট কাটিয়ে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক একটি সুদৃঢ় ও গ্রাহকবান্ধব ব্যাংকে রূপান্তরিত হবে। 

তিনি বলেন, ইসলামী ব্যাংকিং ব্যবস্থায় ব্যাংক ও গ্রাহকের মধ্যে অংশীদারত্বের সম্পর্ক বিরাজমান। এই সম্পর্কের ভিত্তিতে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে ব্যাংকটি দেশের অন্যতম শরিয়াহ ব্যাংকে উন্নীত হবে। গ্রাহকের আমানতের সুরক্ষা ও আস্থা রক্ষায় ব্যাংকের প্রতিটি স্তরে আর্থিক স্বচ্ছতা, জবাবদিহি ও সুশাসন নিশ্চিত করা হবে বলে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

আরো পড়ুন: বাংলাদেশে বন্যাদুর্গতদের ৪০ লাখ ডলার দিলো জাতিসংঘ

পরিচালনা পর্ষদের অন্যান্য সদস্যরা হলেন- বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক মো. আজিজুর রহমান, উত্তরা ব্যাংকের সাবেক উপব্যবস্থাপনা পরিচালক মো. আবদুল কুদ্দুছ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম ডিপার্টমেন্টের সহযোগী অধ্যাপক মো. সাইফুল আলম এবং চার্টার্ড অ্যাকাউন্টেন্ট মো. রাগিব আহসান।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App