বিমানবন্দরে শেখ হেলালের পিএস গ্রেপ্তার

কাগজ ডেস্ক
প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৫১ পিএম

মুরাদের বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। ছবি : সংগৃহীত
দেশ ছেড়ে পালানোর সময় বিমানবন্দরে গ্রেপ্তার হয়েছেন সাবেক সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীনের ব্যক্তিগত সহকারী (পিএস) হোসেন মুহাম্মদ মুরাদ ওরফে সোহেল মুরাদ।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) রাতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে টিকিট চেকিংয়ের সময় তাকে আটক করা হয়।
পরে তাকে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের কাছে হস্তান্তর করা হয়। তবে তাকে কোন মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে সে সম্পর্কে এখনো জানায়নি ডিবি।
ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার রেজাউল করিম মল্লিক বলেন, মুরাদের বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
অভিযোগ রয়েছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র হত্যায় বিপুল অর্থের যোগান দেন সোহেল মুরাদ। তিনি শেখ হেলালের ক্যাশিয়ার ছিলেন বলেও কথিত আছে।
আরো পড়ুন : সাবেক এমপি শেখ হেলাল, তন্ময়, এসপি হাসনাতসহ আ. লীগের ৩৫ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা