আ. লীগ নেত্রী মহিলা দলের সভাপতি, তোপের মুখে যে সিদ্ধান্ত নিলো দল

কাগজ ডেস্ক
প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২৪, ১১:১৪ পিএম

ছবি: সংগৃহীত
তীব্র সমালোচনা ও বিতর্কের জেরে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা শাখার ৫১ সদস্যের কমিটি স্থগিত করা হয়েছে। রবিবার (২২ ডিসেম্বর) সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তি দিয়ে ওই কমিটি স্থগিত করা হয়। জেলা মহিলা দলের সভানেত্রী ফরিদা ইয়াসমিন শোভা স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২০ ডিসেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল, পলাশবাড়ী উপজেলা শাখার ৫১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। এই কমিটি ঘোষণাকে কেন্দ্র করে বিভিন্ন মহলে নানারকম প্রশ্নের সম্মুখীন হওয়ায় উক্ত কমিটির কার্যক্রম স্থগিত করা হলো।
এর আগে গত ২০ ডিসেম্বর জেলা মহিলাদলের সভাপতি ফরিদা ইয়াসমিন শোভা ও সাধারণ সম্পাদক মৌসুমি আকতার তমা কমিটির অনুমোদন দেন। ৫১ সদস্য বিশিষ্ট কমিটিতে আরজিনা পারভিন চাঁদনীকে উপজেলা মহিলা দলের সভাপতি করা হয়। তিনি বর্তমানে পলাশবাড়ী উপজেলার হোসেনপুর ইউনিয়ন আওয়ামী লীগ নেত্রী। এছাড়া সাংগঠনিক পদে নাজিমা বেগমকে দায়িত্ব দেয়া হয়। তিনিও উপজেলার বরিশাল ইউনিয়নের সভানেত্রী (সভাপতি)। সেই অনুমোদন হওয়া কমিটি ফেসবুকে প্রচার করা হলে তা মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে পড়ে। এরপর থেকে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের দলীয় নেতাকর্মীর মাঝে ব্যাপক ক্ষোভ সৃষ্টি হয়। তারা বিভিন্নভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদ জানান।
এ ব্যাপারে পলাশবাড়ী পৌরসভার বিএনপির সভাপতি ও জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদ জানান, পলাশবাড়ী উপজেলা বিএনপির মহিলা দলের কমিটিতে যাদের রাখা হয়েছে, গত ৫ আগস্টের পূর্বে দলের পক্ষে তাদের কোনো ভূমিকাই ছিল না। অবশ্যই অর্থের বিনিময়ে এই কমিটি দেয়া হয়েছে। অনতিবিলম্বে তিনি ওই কমিটি বাতিল করে প্রকৃত বিএনপি এবং ত্যাগী কর্মীদের সমন্বয়ে একটি শতভাগ স্বচ্ছ ও গ্রহণযোগ্য কমিটি গঠনের আহ্বান জানিয়েছেন।
গাইবান্ধা জেলা ছাত্রদলের সহ-সভাপতি মিল্লাত সরকার মিলন বলেন, গত ১৬ বছরের লড়াই সংগ্রামে যার কোনো ছায়া পর্যন্ত কেউ দেখেনি সে কীভাবে সভাপতির মত একটা পদ পায় আমার বুঝে আসে না। আমাদের এই রকম হাইব্রিড নেত্রীর দরকার নেই। যত দ্রুত সম্ভব এই কমিটি বাতিল করতে হবে। জেলার সহ-সম্পাদক মিজানুর রহমান নিক্সন বলেন, মাঠে লড়াই সংগ্রাম আমরা করি, হঠাৎ করে কেউ যদি এসে বলে আমি সভাপতি, তাকে তো আমরা কেউ মেনে নিবো না। এই কমিটির কোনো গ্রহণ যোগ্যতা আমাদের কাছে নেই।
আওয়ামী লীগের রাজনীতি সক্রিয় ও কেন্দ্রীয় নেতাদের সঙ্গে ছবি তোলার বিষয়ে আরজিনা পারভীন চাঁদনী জানান, আওয়ামী লীগ করার প্রশ্ন উঠে না, এরকম ছবি বিএনপি নেতাদের সঙ্গেও রয়েছে। আমার বাবা ও পরিবার বিএনপির রাজনীতি করেন এবং এখনো একজন জনপ্রতিনিধি। গাইবান্ধা জেলা মহিলা দলের সভানেত্রী শোভা আকতারের বিরুদ্ধে টাকা গ্রহণের বিনিময়ে কমিটি দেয়ার অভিযোগ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, আমার দলের কমিটি আমি দিয়েছি, আপনারা মাথা ঘামাচ্ছেন কেন।
এ বিষয়ে জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিক বলেন, কমিটি গঠন বা অনুমোদনের বিষয়ে তাকে কোনোভাবে অবগত করা হয়নি। তিনি এই কমিটি গঠনের প্রক্রিয়া নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন।