লন্ডনে দেখা মিললো আওয়ামী লীগের যেসব মন্ত্রী-এমপির

কাগজ ডেস্ক
প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০২৪, ০২:৪৭ পিএম

সরকার পতনের পর আওয়ামী লীগের অধিকাংশ মন্ত্রী, সংসদ সদস্য, নেতা-কর্মী আত্মগোপনে চলে যান। ছবি : সংগৃহীত
লন্ডনে অবস্থিত দলের নেতাকর্মীদের সঙ্গে ভার্চুয়াল সমাবেশ করেছেন আওয়ামী লীগের সভাপতি এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্থানীয় সময় রবিবার (৮ ডিসেম্বর) বিকেলে অনুষ্ঠিত হওয়া এই সমাবেশের দর্শক সারিতে আওয়ামী লীগ সরকারের কয়েকজন মন্ত্রী, প্রতিমন্ত্রী, সংসদ সদস্য ও সাবেক এক মন্ত্রিপরিষদ সচিবকে দেখা গেছে।
রবিবার (৮ ডিসেম্বর) ইস্ট লন্ডনের ইম্প্রেসন ভেন্যু হলে যুক্তরাজ্য আওয়ামী লীগের আয়োজনে শেখ হাসিনার ভার্চুয়াল সমাবেশ হয়। সমাবেশের দর্শকসারিতে যাদের থাকতে দেখা গেছে, তাদের মধ্যে আছেন সাবেক মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আব্দুর রহমান, সাবেক প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী, সাবেক সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব, সাবেক মন্ত্রিপরিষদ সচিব কবির বিন আনোয়ার। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর লন্ডনের এই সমাবেশে প্রথমবারের মতো প্রকাশ্যে দেখা গেলো তাদের।
ফরিদপুর ১ আসনের সংসদ সদস্য ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রহমান। সিলেট ২ আসনের সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী। হাবিবুর রহমান হাবিব সিলেট ৩ আসনের সাবেক সংসদ সদস্য।
আর জনপ্রশাসনের প্রভাবশালী কর্মকর্তা হিসেবে পরিচিত ছিলেন কবির বিন আনোয়ার। গত ৫ জানুয়ারি আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান করা হয় তাকে।
গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। বর্তমানে ভারতেই রয়েছেন তিনি। সরকার পতনের পর আওয়ামী লীগের অধিকাংশ মন্ত্রী, সংসদ সদস্য, নেতা-কর্মী আত্মগোপনে চলে যান। অনেকে দেশ ছেড়েছেন বলে ধারণা করা হয়। দেশে তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
আরো পড়ুন : শেখ হাসিনা, কাদের, কামাল ও হারুনসহ ১৮৯ জনের বিরুদ্ধে মামলা