×

আওয়ামী লীগ

আদালতে শাজাহান-সোবহানকে ফুলের মালা পরিয়ে মুক্তির দাবিতে স্লোগান

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৪, ০৭:৪২ পিএম

আদালতে শাজাহান-সোবহানকে ফুলের মালা পরিয়ে মুক্তির দাবিতে স্লোগান

ছবি : সংগৃহীত

   

মাদারীপুরে কোটা সংস্কার আন্দোলনের সময় কলেজছাত্র দীপ্ত দে ও রাজমিস্ত্রি তাওহীদ সন্ন্যামাত হত্যা মামলায় আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা ও সাবেক সংসদ সদস্য শাজাহান খান এবং আবদুস সোবহানকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। রবিবার (২৪ নভেম্বর) সকালে তাদের মাদারীপুর জেলা আদালতে হাজির করা হয়।  

সকাল থেকেই আদালত প্রাঙ্গণে আওয়ামী লীগের কয়েকশ নেতাকর্মী জড়ো হয়ে দুজনের মুক্তির দাবিতে স্লোগান দেন। সকাল সাড়ে ১১টার দিকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাজিদ-উল-হাসান চৌধুরীর আদালতে তাদের হাজির করা হয়। শুনানি শেষে বিচারক তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।  

আদালত চত্বরে প্রিজন ভ্যান থেকে নামানোর সময় তাদের ফুলের মালা পরিয়ে বরণ করেন অনুসারীরা। বিএনপি বা তাদের সহযোগী কোনো সংগঠনের নেতাকর্মীদের এ সময় উপস্থিত থাকতে দেখা যায়নি।  

দালতের কাঠগড়ায় না দাঁড় করিয়ে তাদের জন্য কাঠগড়ার পাশে দুটি চেয়ারে বসার ব্যবস্থা করা হয়। শুনানির সময় দুজনই নিজেদের নির্দোষ দাবি করে মুক্তি প্রার্থনা করেন। তাদের পক্ষে ৩০ জনেরও বেশি আইনজীবী জামিনের আবেদন করেন। ১৫ মিনিটের শুনানি শেষে বিচারক জামিন আবেদন প্রত্যাখ্যান করেন।  

ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে আত্মগোপনে ছিলেন শাজাহান খান। ৫ সেপ্টেম্বর ঢাকার ধানমন্ডি থেকে মহানগর গোয়েন্দা পুলিশ তাকে গ্রেপ্তার করে। অন্যদিকে, ২৫ আগস্ট রাজধানীর নাখালপাড়ায় আবদুস সোবহানকে গ্রেপ্তার করে তেজগাঁও থানা পুলিশ।  

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ্ আল মামুন জানান, দীপ্ত দে ও তাওহীদ সন্ন্যামাত হত্যা মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে। পুলিশের পক্ষ থেকে আসামিদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন করা হবে বলে জানান তিনি।  

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App