ছাত্রলীগের দুই কর্মীকে ধরে পুলিশে সোপর্দ

কাগজ ডেস্ক
প্রকাশ: ১০ নভেম্বর ২০২৪, ০৯:০৬ পিএম

ছাত্রলীগের দুই কর্মীকে পুলিশে সোপর্দ। ছবি: সংগৃহীত
বরিশালে ছাত্রলীগের দুই কর্মীকে পুলিশে সোপর্দ করেছে সাধারণ শিক্ষার্থীরা। সরকারি বিএম কলেজ ক্যাম্পাস থেকে সাধারণ শিক্ষার্থীরা তাদের ধরে পুলিশে দেয়। আটক কর্মীরা বিএম কলেজের মাস্টার্সের ছাত্র কৌশিক ও রাশেদ।
রবিবার (১০ নভেম্বর) বেলা ১২টায় বরিশাল নগরীর বিএম কলেজ ক্যাম্পাস থেকে তাদের আটক করে বিক্ষোভ সহকারে কোতোয়ালি মডেল থানায় নিয়ে আসা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার ওসি তদন্ত শিমুল কুমার দাস।
আরো পড়ুন: রাজধানীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল
শিক্ষার্থীরা জানান, সকাল থেকে ছাত্রলীগ কর্মীরা ক্যাম্পাসে নাশকতা চালানোর পাঁয়তারা করছিলেন। তাদের মোবাইল ফোন চেক করে প্রমাণিত হয়, তারা ছাত্রলীগের কর্মী। এরপর তাদের পুলিশে সোপর্দ করা হয়।
কোতোয়ালি থানার ওসি তদন্ত শিমুল কুমার দাস বলেন, তদন্তের মাধ্যমে জানা যায় ৫ আগস্টের আগে ছাত্রলীগের হয়ে বেশ কয়েকটি ঘটনা ও নাশকতার সঙ্গে জড়িত ছিল ছাত্রলীগের ২ কর্মী কৌশিক ও রাশেদ। তাদের বিরুদ্ধে একটি মামলায় আদালতে সোপর্দ করা হয়েছে। তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।