যাত্রাবাড়ীতে আওয়ামী লীগ কর্মীকে কুপিয়ে হত্যা

কাগজ ডেস্ক
প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৪, ০১:০১ পিএম

মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। ছবি : সংগৃহীত
রাজধানীর যাত্রাবাড়ীর মীর হাজারীবাগে নিজ বাসার সামনে মো. জাহাঙ্গীর (৪৭) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তিনি স্থানীয় আওয়ামী লীগের কর্মী ছিলেন বলে জানিয়েছেন স্বজনেরা।
রবিবার রাত সাড়ে ১০টার দিকে মীরহাজিরবাগ আবুহাজী গলির ভিতরে এই ঘটনা ঘটে। পরে দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে রাত সাড়ে ১১টায় মৃত ঘোষণা করেন।
জাহাঙ্গীর যাত্রাবাড়ী মীরহাজীরবাগের মৃত ফজর আলীর ছেলে এবং স্থানীয় আওয়ামী লীগ কর্মী।
নিহতের ভাতিজা রুবেল জানান, রবিবার রাতের দিকে তার চাচা নিজ বাড়ির সামনে দাঁড়িয়ে ছিলেন। এ সময় মুখোশ পরা ৩-৪ জন দুর্বৃত্তরা তার চাচাকে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত করে পালিয়ে যায়। পরে খবর পেয়ে দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
রুবেল বলেন, আমার চাচা স্থানীয় আওয়ামী লীগের কর্মী। রাজনৈতিক পূর্ব শত্রুতার জেরে মুখোশ পরা ওই দুর্বৃত্তরা। এ ঘটনাটি ঘটিয়ে থাকতে পারে। তবে আমরা ওই দুর্বৃত্তদের কাউকেই চিনতে পারিনি। কারা এই কাজটি করেছে তাও আমরা জানি না।
বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, যাত্রাবাড়ী এলাকা থেকে এক ব্যক্তিকে রক্তাক্ত অবস্থায় জরুরি বিভাগে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানিয়েছি।
আরো পড়ুন : সালমান, দীপু, পলক ও মামুন ফের রিমান্ডে