ছাত্রলীগ নেতা রিফাত গ্রেপ্তার

সৈয়দ মনির আহমদ, সোনাগাজী (ফেনী)
প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৪, ০৪:৪২ পিএম

ছাত্রলীগ নেতা ছাইদুল হক রিফাতকে গ্রেপ্তার করেছে র্যাব
ফেনীর মহিপালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে গুলি করে ছাত্র হত্যার অভিযোগে এক ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৭ (র্যাব)। সোমবার (১৬ সেপ্টেম্বর) সকালে র্যাব-৭ এর পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
গ্রেপ্তার হওয়া ছাইদুল হক রিফাত ফেনীর ছনুয়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও ছাত্র হত্যা মামলার এজাহারনামীয় আসামি। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৪ আগস্ট ফেনীর মহিপাল ফ্লাইওভারের নিচে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে অংশ নেন শিক্ষার্থী ছাইদুল ইসলাম (২০)। এ সময় অবৈধ আগ্নেয়াস্ত্র নিয়ে ছাত্র-জনতার ওপর গুলি ছুঁড়ে সন্ত্রাসীরা।
আরো পড়ুন: যে মামলায় গ্রেপ্তার সাবেক সংসদ সদস্য এনামুল হক
শিক্ষার্থী ছাইদুল গুলিবিদ্ধ হয়ে প্রাণ ভয়ে ফ্লাইওভারের উপরে উঠে শুয়ে পড়ে। সন্ত্রাসীরা সেখানে উঠে ছাইদুলের শরীরে ১৪-১৬টি গুলি করে। এ ঘটনায় নিহতের বাবা ফেনী মডেল থানায় ৯৪ জনকে আসামি করে একটি মামলা করেন।
এই মামলার ছায়া তদন্ত করতে গিয়ে র্যাব জানতে পারে, মামলার এজাহারনামীয় আসামি রিফাত চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার সিডিএ এভিনিউ এলাকায় অবস্থান করছেন। এই খবরে রবিবার (১৫ সেপ্টেম্বর) রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরদিন তাকে ফেনী থানায় হস্তান্তর করা হয়েছে।
ফেনী মডেল থানার ওসি রুহুল আমিন জানান, সোমবার দুুপুরে রিফাতকে আদালতে সোপর্দ করা হয়েছে।