×

এশিয়া

চীনে নতুন ভাইরাসের আতঙ্ক এবং সরকারের প্রস্তুতি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৩ জানুয়ারি ২০২৫, ০৭:৫৮ পিএম

চীনে নতুন ভাইরাসের আতঙ্ক এবং সরকারের প্রস্তুতি

ছবি : সংগৃহীত

   

কোভিড-১৯ মহামারির প্রভাবের পর এবার চীনে হিউম্যান মেটানিউমো ভাইরাস (এইচএমপিভি) ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। এই অজানা ভাইরাসটির মোকাবিলায় বেইজিং প্রশাসন স্ক্রিনিং, শনাক্তকরণ এবং বিচ্ছিন্নকরণের প্রক্রিয়া জোরদার করে। 

লাইভমিন্টের একটি প্রতিবেদনে রয়টার্সের বরাতে বলা হয়েছে, চীনের উত্তর প্রদেশগুলোতে, বিশেষ করে ১৪ বছরের নিচে শিশুদের মধ্যে এইচএমপিভি সংক্রমণ দ্রুত বৃদ্ধি পাচ্ছে। অজানা উৎস থেকে ছড়িয়ে পড়া এই নিউমোনিয়া শনাক্ত করতে চীনা সরকার পর্যবেক্ষণ ব্যবস্থা চালু করে। পাঁচ বছর আগে কোভিড-১৯ মহামারির ভয়াবহতা স্মরণ করে, এবার যথাযথ প্রস্তুতি নেয়া হয়েছে যেন কোনো প্রাণহানির পুনরাবৃত্তি না ঘটে। এইচএমপিভি ছাড়াও রাইনোভাইরাসের মতো অন্য সংক্রামক রোগ ছড়ানোর ঝুঁকিও রয়েছে।

এইচএমপিভি সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য: এই ভাইরাসটি যে কোনো বয়সের মানুষের শ্বাসতন্ত্রের উপরের এবং নিচের অংশে সংক্রমণ ঘটাতে পারে, তবে শিশু, বয়স্ক এবং দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতাসম্পন্ন ব্যক্তিরা সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে রয়েছেন। এই ভাইরাসটি প্রথম ২০০১ সালে শনাক্ত হয়।

সংক্রমণের উপসর্গ: যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি) অনুযায়ী, এই ভাইরাসের উপসর্গ শীতকালীন অন্যান্য ভাইরাসজনিত সংক্রমণের মতোই। এর মধ্যে রয়েছে কাশি, জ্বর, নাক বন্ধ হওয়া এবং শ্বাসকষ্ট। সংক্রমণটি গুরুতর হয়ে ব্রংকাইটিস বা নিউমোনিয়ায় রূপ নিতে পারে। এটি অন্যান্য শ্বাসতন্ত্রে সংক্রমণ সৃষ্টিকারী ভাইরাসের মতো সক্রিয় থাকে। সংক্রমণের ইনকিউবেশন পিরিয়ড সাধারণত তিন থেকে ছয় দিন, অর্থাৎ সংক্রমিত হওয়ার তিন থেকে ছয় দিনের মধ্যে উপসর্গ দেখা দিতে পারে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App