তুরস্কে হাসপাতালে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৪

কাগজ ডেস্ক
প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২৪, ০৫:২৬ পিএম

ছবি : সংগৃহীত
তুরস্কের দক্ষিণপশ্চিমাঞ্চলের একটি হাসপাতালে অ্যাম্বুলেন্স হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে অন্তত চারজনের মৃত্যু হয়েছে। রবিবার (২২ ডিসেম্বর) দেশটির মুগলা অঞ্চলে ওই দুর্ঘটনা ঘটেছে বলে সেখানকার স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে। রয়টার্সের এক প্ত্রিবেদনে এ তথ্য পাওয়া যায়।
প্রতিবেদনে বলা হয়েছে, মুগলা অঞ্চলের একটি হাসপাতালের ভবনে ধাক্কা খেয়ে মাটিতে আছড়ে পড়েছে অ্যাম্বুলেন্স হেলিকপ্টারটি। এতে চারজন নিহত হয়েছেন।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, হেলিকপ্টারটি মুগলা ট্রেনিং অ্যান্ড রিসার্চ হাসপাতাল থেকে উড্ডয়ন করেছিল। এতে দু’জন পাইলট, একজন চিকিৎসক এবং আরেকজন চিকিৎসাকর্মী ছিলেন। দুর্ঘটনায় তাদের সবাই মারা গেছেন।
ঘন কুয়াশার কারণে এই দুর্ঘটনা ঘটেছে কি না, তা জানতে তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছেন গভর্নর ইদ্রিস আকবিয়িক।