ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের অভিযোগ জাপান কোস্ট গার্ডের

কাগজ ডেস্ক
প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৪, ১০:৪৯ এএম

উৎক্ষেপণ করা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটি সমুদ্রে পড়ে গেছে। ছবি : সংগৃহীত
উত্তর কোরিয়ার বিরুদ্ধে একটি সন্দেহভাজন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করার অভিযোগ করেছে জাপান কোস্ট গার্ড। তারা জানিয়েছে, উত্তর কোরিয়া একটি সন্দেহভাজন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে, যা উৎক্ষেপণের কিছুক্ষণ পরেই সমুদ্রে পড়ে। খবর তাসের।
জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, উত্তর কোরিয়া থেকে এর আগে উৎক্ষেপণ করা সন্দেহভাজন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটি সমুদ্রে পড়ে গেছে। ক্ষেপণাস্ত্রটি পূর্ব দিকে উৎক্ষেপণ করা হয়েছে এবং এটি জাপানের একচেটিয়া অর্থনৈতিক অঞ্চলের বাইরে পড়েছে।
কোস্ট গার্ড জাহাজগুলোকে সম্ভাব্য ক্ষেপণাস্ত্রের টুকরোগুলো থেকে দূরে থাকার জন্য একটি বিজ্ঞপ্তি জারি করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। একইসঙ্গে ক্ষেপণাস্ত্রের কোনো অংশ
আবিষ্কৃত হলে কর্তৃপক্ষকে তাৎক্ষণিকভাবে রিপোর্ট করার জন্য বলা হয়েছে।
আরো পড়ুন : বিশ্বে প্রতি ৫ মিটিটে সাপর কামড়ে মারা যাচ্ছে একজন: ডব্লিউএইচও