ডুমুরিয়ায় আগাম সবজির বাম্পার ফলন: কৃষকের মুখে হাসি

শেখ মাহতাব হোসেন, ডুমুরিয়া (খুলনা) থেকে
প্রকাশ: ২৯ আগস্ট ২০২৪, ০৩:০০ পিএম

ডুমুরিয়ার আগাম সবজির ফলন। ছবি: ভোরের কাগজ
খুলনার ডুমুরিয়া উপজেলায় এবার বাম্পার ফলন হয়েছে আগাম শাকসবজির। ১৪টি ইউনিয়নে চাষ হওয়া এসব সবজি এখন সারা দেশের বাজারে ও বিদেশে রপ্তানি করা হচ্ছে। সঠিক পরিচর্যা, অনুকূল আবহাওয়া, এবং আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে কৃষকরা এবার বাম্পার ফলন পেয়েছেন, যা প্রায় কোটি টাকার শীতকালীন সবজি উৎপাদনে অবদান রেখেছে।
ডুমুরিয়ার মাঠগুলোতে এখন সবুজের সমারোহ। বিস্তীর্ণ এলাকাজুড়ে লাউ, শিম, করলা, শসা, মরিচসহ হরেক রকমের আগাম সবজি শোভা পাচ্ছে। কৃষকরা ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করছেন মাঠে । কাক ডাকা ভোরে কোদাল, নিড়ানি, স্প্রে মেশিন নিয়ে মাঠে নেমে পড়ছেন তারা, আর সন্ধ্যায় বাড়ি ফেরেন চারা গাছের গোড়ায় পানি ঢেলে, গাছের পরিচর্যা শেষে। এসব সবজি চাষ করে স্বাবলম্বী হচ্ছেন তারা।
ডুমুরিয়ার খর্নিয়ার বঙ্গবন্ধু কৃষি পদকপ্রাপ্ত সবজি চাষি আবু হানিফ মোড়ল জানান, এ বছর সিম, বেগুন, শসা, লালশাকের মতো আগাম শাকসবজির ভালো ফলন হয়েছে এবং দামও ভালো পাওয়া যাচ্ছে। একইভাবে, শোভনার মলমলিয়া গ্রামের কৃষক কামাল বাওয়ালীও জানান, তার ৬ বিঘার ঘেরের ভেড়িতে সিম, করলা, শসা চাষ করে তিনি ভালো লাভ করেছেন।
ডুমুরিয়া উপজেলার ৫ নম্বর আটলিয়া ইউনিয়নের কৃষক তাপসের মতে, কৃষি বিভাগের সহায়তায় ডুমুরিয়ার কৃষকরা সঠিকভাবে সার, বীজ, প্রশিক্ষণ ও পরামর্শ পাচ্ছেন, যার ফলে তারা ব্যাপক উৎপাদন করতে পারছেন। বিষমুক্ত এসব সবজি এখন বিদেশেও রপ্তানি করা হচ্ছে।
ডুমুরিয়া উপজেলা কৃষি কর্মকর্তা মো. ইনসাদ ইবনে আমিন বলেন, আগাম সবজির বাম্পার ফলন হওয়ায় কৃষকদের মুখে হাসি ফুটেছে। এসব সবজি স্থানীয় চাহিদা পূরণ করে ঢাকার কারওয়ান বাজারসহ ইতালি, ইংল্যান্ড, কোরিয়ায় রপ্তানি করা হচ্ছে।
আরো পড়ুন: ঢাবিতে সহকারী প্রক্টর হলেন যারা
এবারের সফল সবজি চাষে ডুমুরিয়ার কৃষকরা স্বাবলম্বী হয়ে উঠেছেন এবং দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন।