মরক্কো উপকূলে নৌকা ডুবে ৬৯ অভিবাসীর মৃত্যু

কাগজ ডেস্ক
প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২৪, ০২:১৩ পিএম

চলতি বছর আফ্রিকা থেকে ইউরোপ যাওয়ার সময় নৌকা ডুবে প্রাণ হারিয়েছেন প্রায় সাড়ে ১০ হাজার অভিবাসী। ছবি : সংগৃহীত
পশ্চিম আফ্রিকার দেশ মরক্কো উপকূলে অভিবাসীবোঝাই নৌকা ডুবে প্রাণ হারিয়েছেন কমপক্ষে ৬৯ জন। সমুদ্রপথে পশ্চিম আফ্রিকা থেকে স্পেনে যাচ্ছিলেন তারা। শুক্রবার (২৭ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করে মালি কর্তৃপক্ষ। খবর রয়টার্স।
জানা গেছে, নিহতদের মধ্যে ২৫ জনই পশ্চিম আফ্রিকার দেশ মালির নাগরিক। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী নৌকাটিতে ৮০ জনের মতো অভিবাসনপ্রত্যাশী ছিল। যারা স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জের উদ্দেশে যাত্রা করছিলেন। পথে মরক্কোর উপকূলীয় এলাকায় এ দুর্ঘটনা হয়। জীবিত উদ্ধার করা হয় ১১ জনকে।
উল্লেখ্য, চলতি বছর অবৈধ পথটিতে আফ্রিকা থেকে ইউরোপ যাওয়ার সময় নৌকা ডুবে প্রাণ হারিয়েছেন প্রায় সাড়ে ১০ হাজার অভিবাসী। জীবন দিতে হয়েছে গড়ে প্রতিদিন ৩০ জনকে। যাদের সবারই উদ্দেশ থাকে স্পেনে পৌঁছানো।
আরো পড়ুন : মোজাম্বিকে কারাগারে দাঙ্গায় নিহত ৩৩, আহত ১৫