×

দুর্ঘটনা

ঈদের দ্বিতীয় দিন সড়কে ৫ জেলায় ৯ প্রাণহানি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩০ জুন ২০২৩, ১০:৪৩ পিএম

ঈদের দ্বিতীয় দিন সড়কে ৫ জেলায় ৯ প্রাণহানি
   

পবিত্র ঈদুল আজহার দ্বিতীয় দিন দেশের পাঁচ জেলায় সড়ক দুর্ঘটনায় নয়জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে টাঙ্গাইলে তিনজন, লক্ষ্মীপুর দুজন, গাইবান্ধায় দুজন, ব্রাহ্মণবাড়িয়ায় একজন ও ঝিনাইদহে একজন নিহত হয়েছে।

শুক্রবার (৩০ জুন) সকাল থেকে এই প্রতিবেদন লেখা পর্যন্ত এসব দুর্ঘটনা ঘটে। আমাদের প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদনে বিস্তারিত পড়ুন-

টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঘুরতে বের হয়ে বাসচাপায় দুই বন্ধুসহ তিনজন নিহত হয়েছে। এ ঘটনায় পাঁচজন আহত হয়েছেন। শুক্রবার (৩০ জুন) বিকেলে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কালিহাতী উপজেলার এলেঙ্গাতে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন-ব্যাটারিচালিত অটোরিকশারচালক বাবু মিয়া (৩৫), তিনি টাঙ্গাইল শহরের দক্ষিণ কলেজপাড়া মহিষখোলা এলাকার শাহজাহান মিয়ার ছেলে। অপর দুই বন্ধু হলেন-একই এলাকার আতোয়ার মিয়ার ছেলে আওয়াল মিয়া ও আব্দুর রিপনের ছেলে ফকর। এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ জাহিদ হাসান বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে বলেন, ঈদুল আজহার উপলক্ষে ঘুরতে বের হয়ে বাস চাপায় দুই বন্ধু সহ তিনজন নিহত হয়েছে। ঘটনাস্থলে গিয়ে বাসটি পাওয়া যায়নি। তবে অটোরিকশা পুলিশ হেফাজতে রাখা হয়েছে।

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। এতে আরো তিনজন আহত হয়েছেন। শুক্রবার (৩০ জুন) বিকেল ছয়টার দিকে সড়কের সাইফিয়া দরবার শরীফ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়নের আটিয়াতলী গ্রামের মঞ্জুর ছেলে সাফায়ত (১৮), অন্যজন দালাল বাজার ইউনিয়নের আক্তার হোসেনের ছেলের রাজন (১৮)। লক্ষ্মীপুর শহর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) নাছির উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে গণমাধ্যমকে বলেন, সাইফিয়া দরবার শরীফ সংলগ্ন এলাকায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছে। নিহতদের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় ঢাকাগামী যাত্রীবাহী বাস পলাশবাড়ী এক্সপ্রেস ও বিপরীত দিক থেকে আসা প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। শুক্রবার (৩০ জুন) সকাল ছয়টা ১০ মিনিটে গোবিন্দগঞ্জ পৌর শহরের ঢাকা-রংপুর মহাড়কের পান্তাপাড়া ব্র্যাক অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন-প্রাইভেট কার চালক মিজান মিয়া (৩৫) ও প্রাইভেটকারের যাত্রী আবুল বাশার মিয়া (৫৫)। তাদের সঙ্গে থাকা আইডি কার্ডের তথ্য অনুসারে মিজান মিয়া কুমিল্লা জেলার মেঘনা উপজেলার দাউদকান্দি এলাকার হক মিয়ার ছেলে ও বাশার মিয়া ঢাকার খিলক্ষেত এলাকার আবদুল মান্নান মিয়ার ছেলে। গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বাসের ধাক্কায় জয় কুমার দাস (৫৫) নামে অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তিনজন। শুক্রবার (৩০ জুন) বিকেলে কুমিল্লা-সিলেট মহাসড়কের উপজেলার তিনলাখপীর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জয় জেলার সরাইল উপজেলার শাহবাজপুর গ্রামের গৌরাঙ্গ কুমার দাসের ছেলে। আহতরা হলেন- নিহতের স্ত্রী রিতা রানী দাস ও তার মেয়ে পিয়শী রানী দাস, শ্যালিকা মিশু রানী দাস। খাটিহাতা হাইওয়ের থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জে দ্রুতগতির যাত্রীবাহী বাস ও থ্রি হুইলারের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এসময় থ্রি-হুইলারের (তিন চাকার গাড়ি) আরো দুই যাত্রী আহত হয়েছেন। শুক্রবার (৩০ জুন) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহত উজ্জ্বল হোসেন (৪০) পেশায় একজন আম ব্যবসায়ী। তিনি ঝিনাইদহের শৈলকূপা উপজেলার কবীরপুর গ্রামের মমরেজ শেখের ছেলে। কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App