
প্রিন্ট: ০৮ মে ২০২৫, ০৮:০৮ পিএম
আরো পড়ুন
বড়পকুরিয়া বিদ্যুৎ কেন্দ্রের ভিতরে দুর্ঘটনায় নিহত ১

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০১ জুন ২০২৩, ০৮:৩৭ পিএম

ছবি: সংগৃহীত

দিনাজপুরের পার্বতীপুরে বড়পকুরিয়া ৫২৫ মেগাওয়াট তাপ বিদ্যুৎ কেন্দ্রের ভিতরে মো. তারেক রহমান (৩৫) নামে চিনা ঠিকাদারী প্রতিষ্ঠান হারবিনের এক কর্মচারী ট্রাক চাপায় মর্মান্তিকভাবে নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১ জুন) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। তারেক পার্বতীপুর উপজেলার হামিদপুর ইউনিয়নের পাটিকাঘাট গ্রামের কোহিনুর রহমানের ছেলে।
জানা গেছে, দুপুর সাড়ে ১২টার দিকে বড়পুকুরিয়া বিদ্যুৎ কেন্দ্রের ভিতরে ছাই বোঝাই একটি ট্রাক থামিয়ে তারেক রাস্তা পার হচ্ছিলেন। এ সময় পিছন দিক থেকে আরেকটি ট্রাক এসে তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। সহকর্মীরা দ্রুত তারেককে উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে বেলা ১টার দিকে তিনি মারা যান। তারেক বড়পুকুরিয়া বিদ্যুৎ কেন্দ্রের চিনা ঠিকাদারী প্রতিষ্ঠান হারবিনের অফিস কর্মচারী ছিলেন।
বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী আবু বকর সিদ্দিক বিষয়টি নিশ্চিত করেছেন।