×

যুক্তরাষ্ট্র

সূর্যের সবচেয়ে কাছাকাছি যাওয়ার চেষ্টায় নাসা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২৪, ০৭:৩০ পিএম

সূর্যের সবচেয়ে কাছাকাছি যাওয়ার চেষ্টায় নাসা

ছবি : সংগৃহীত

   

মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা ইতিহাস গড়তে চলেছে, সূর্যের সবচেয়ে কাছাকাছি মহাকাশযান পাঠিয়ে। এই মহাকাশযানটি সৌরজগতের নক্ষত্র সূর্যের ৬২ লাখ কিলোমিটার কাছে চলে যাওয়ার জন্য প্রস্তুত। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি ২৪ ডিসেম্বর প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

নাসার পার্কার সোলার প্রোব নামের এই মহাকাশযানটি ২০১৮ সালে উৎক্ষেপিত হয়েছিল এবং ইতোমধ্যে ২১ বার সূর্যকে অতিক্রম করেছে। তবে মঙ্গলবার (২৪ ডিসেম্বর) এটি সূর্যের সবচেয়ে কাছাকাছি আসবে এবং রেকর্ড সৃষ্টি করতে পারে। তখন এটি সূর্য থেকে মাত্র ৬২ কিলোমিটার দূরে অবস্থান করবে, যা সূর্য ও পৃথিবীর মাঝে ১৫ কোটি কিলোমিটার দূরত্বের তুলনায় অত্যন্ত কাছাকাছি।
বিশেষভাবে, সূর্যের তাপমাত্রা প্রায় ৫,৫০০ ডিগ্রি সেলসিয়াস হওয়ায় এই মহাকাশযানটির সূর্যের এত কাছাকাছি যাওয়া এক বিরল এবং সাহসিক পদক্ষেপ।

এদিকে, গত কয়েকদিন ধরে মহাকাশযানটির সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। বিজ্ঞানীরা আশা করছেন, ২৮ ডিসেম্বর আন্তর্জাতিক সময় সকাল ৫টায় তারা একটি বার্তা পাবেন, যার মাধ্যমে নিশ্চিত হতে পারবেন যে মহাকাশযানটি সফলভাবে তার কার্যক্রম চালিয়ে যাচ্ছে কিনা।

নাসার বিজ্ঞান বিভাগের প্রধান ড. নিকোলা বলেন, মানুষ হাজার বছরেরও বেশি সময় ধরে সূর্য নিয়ে গবেষণা করছে, তবে সূর্যের কাছে গিয়ে এর প্রকৃত গঠন ও কার্যক্রম সম্পর্কে বিস্তারিত জানার সুযোগ নেই।
তিনি আরো বলেন, এই অভিযানের মাধ্যমে সূর্য সম্পর্কে বিজ্ঞানীরা আরও গভীর ধারণা পাবেন, যা ভবিষ্যতে মহাকাশ গবেষণায় নতুন দিগন্ত উন্মোচন করতে সহায়ক হবে।

এই অভিযানের মাধ্যমে, সূর্যের গঠন, তাপমাত্রা, ও অন্যান্য বৈশিষ্ট্য সম্পর্কে নতুন তথ্য পাওয়ার জন্য বিজ্ঞানীরা অপেক্ষা করছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App