×

খেলা

চ্যাম্পিয়ন্স ট্রফি

সবার শেষে দল ঘোষণা ভারতের

Icon

প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

   

কাগজ ডেস্ক : জাসপ্রিত বুমরাহ এখনো চোট থেকে পুরোপুরি সেরে উঠতে পারেননি। মোহাম্মদ শামি দলের বাইরে প্রায় এক বছরের ওপরে। তবে চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড থেকে অভিজ্ঞদের বাইরে রাখার দুঃসাহস করেনি ভারত। গতকাল বুমরাহ-শামিকে নিয়ে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ভারত।

চ্যাম্পিয়নস ট্রফি শুরু হবে ১৯ ফেব্রুয়ারি। মূল টুর্নামেন্ট পাকিস্তানে হলেও ভারত সব ম্যাচ খেলবে দুবাইয়ে। ২০ ফেব্রুয়ারি ভারতের প্রথম ম্যাচে প্রতিপক্ষ বাংলাদেশ।

চ্যাম্পিয়ন্স ট্রফির আগে দেশে ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে ভারত। সেই সিরিজেও এই দলটিই খেলবে। শুধু বুমরাকে নিয়ে অনিশ্চয়তার কারণে এই সিরিজের দলে রাখা হয়েছে হর্ষিত রানাকে। ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরু হবে ৬ ফেব্রুয়ারি। পরের দুটি ম্যাচ ৯ ও ১২ ফেব্রুয়ারি। প্রথম দুই ম্যাচে বুমরাকে পাওয়া যাবে কিনা, এই সংশয়ের কারণেই রাখা হয়েছে হর্ষিত রানাকে।

মূলত দলের প্রধান তারকা পেসার জাসপ্রিত বুমরাহ ইনজুরিতে থাকায় এত অপেক্ষা ভারতের। এখনো পুরো ফিট না হলেও তাকে নিয়েই রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারতীয় স্কোয়াড ঘোষণা করা হয়েছে। এছাড়া আর্শদ্বীপ সিংকে নিয়ে তিন পেসার নিয়ে গঠিত স্কোয়াডে পেস অলরাউন্ডার হিসেবে আছেন হার্দিক পান্ডিয়া।

কন্ডিশনের কথা বিবেচনায় রেখে মূলত ভারতীয় স্কোয়াড গড়া হয়েছে স্পিন-পেসের ভারসাম্য রেখে। বিশেষজ্ঞ স্পিনার কুলদ্বীপ যাদবের সঙ্গে এই বিভাগে আছেন অভিজ্ঞ অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল ও ওয়াশিংটন সুন্দর। ব্যাটিং বিভাগে জায়গা হয়েছে তরুণ ওপেনার যশস্বী জয়সওয়ালের। ফলে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ওপেনিংয়ে অধিনায়ক রোহিত শর্মার সঙ্গী শুভমান গিল নাকি জয়সওয়াল, সেটি জানতে আরো অপেক্ষা করতে হবে। এছাড়া টপঅর্ডারে আছেন বিরাট কোহলি, ঋষভ পন্ত, লোকেশ রাহুল ও শ্রেয়াস আইয়ারের মতো তারকারা।

দলে উইকেটকিপার আছেন দুজন- লোকেশ রাহুলের সঙ্গে আছেন ঋষভ পন্ত। অলরাউন্ডার আছেন ৪ জন। ওয়াশিংটন সুন্দর, অক্ষর প্যাটেল, রবীন্দ্র জাদেজা এই ৩ জন স্পিন বোলিং অলরাউন্ডারের সঙ্গে রাখা হয়েছে পেস বোলিং অলরাউন্ডার হার্দিক পান্ডিয়াকে।

চ্যাম্পিয়নস ট্রফির জন্য ভারতীয় দল : রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, শুবমান গিল (সহঅধিনায়ক), শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, যশপ্রীত বুমরা, মোহাম্মদ শামি, অর্শদীপ সিং, যশস্বী জয়সোয়াল, ঋষভ পন্ত, রবীন্দ্র জাদেজা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App