তৃতীয় রাউন্ডেই বিদায় রাদুকানুর

প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ

কাগজ ডেস্ক : অস্ট্রেলিয়ান ওপেনের তৃতীয় রাউন্ডের ম্যাচে দাপুটে জয় তুলে নিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছেন নারী এককের চার নম্বর বাছাই ইলিনা রিবাকিনা। সাবেক উইম্বলডন বিজয়ী এমা রাদুকানুকে হারিয়ে পরের রাউন্ডে জায়গা করে নিয়েছেন ইগা সোয়াটেকও। এছাড়া ওনস জাবেউরের বিপক্ষে জয় পেয়েছেন এমা নাভারো। পুরুষ এককে সরাসরি সেটে জয় তুলে নিয়েছেন জ্যানিক সিনার। পরের রাউন্ডে গিয়েছেন ডি মিনাউর এবং বেন শেলটন। তবে মেয়েদের চতুর্থ বাছাই পাওলিনিকে বিদায় করেছেন সেভিটোলিনা। তার স্বামী মনফিলস দেখিয়েছেন আরো বড় চমক, টেলর ফ্রিটজকে হারিয়ে শেষ ষোলোয় জায়গা করে নিয়েছেন তিনি।
মেলবোর্নে গতকাল ইউক্রেনের ৩২তম বাছাই ডায়ানাকে পাত্তাই দেননি গতবারের ফাইনালিস্ট রিবাকিনা। সরাসরি ৬-৩, ৬-৪ সেটে হারিয়ে শেষ ষোলোয় জায়গা করে নেন তিনি। তিনি ম্যাচটি শেষ করতে নিয়েছেন মাত্র ৯০ মিনিট। পরের রাউন্ডে তিনি মুখোমুখি হবেন ১৯তম বাছাই ম্যাডিসন কিইস এর বিপক্ষে। দশম বাছাই ড্যানিয়েলসকে সরাসরি ৬-৪, ৬-৪ সেটেে হারিয়ে চতুর্থ রাউন্ডে উঠেছেন তিনি। এদিকে আরেক হাইভোল্টেজ ম্যাচে সাবেক গø্যান্ডসø্যাম জয়ী এমা রাদুকানুর মুখোমুখি হন দুই নম্বর বাছাই ইগা সোয়াটেক। কিন্তু ইনজুরি কাটিয়ে ফেরা এমা তেমন কোনো প্রতিরোধই গড়ে তুলতে পারেননি। সরাসরি ৬-১, ৬-০ সেটে হেরে বিদায় নেন এই ব্রিটিশ টেনিস তারকা। রাদুকানু না পারলেও পেরেছেন নাভারো। ওনস জাবেউরকে ৬-৪, ৩-৬, ৬-৪ সেটে হারিয়ে শেষ ষোলোয় ওঠেন অষ্টম বাছাই এই তারকা। অবাছাই কুদেরমেদোভার কাছে হেরে বিদায় নিয়েছেন ১৫তম বাছাই হাদ্দাদ মায়া। নবম বাছাই কাসাটকিনাও জয় তুলে নিয়েছেন। তবে গতকাল সবচেয়ে বড় অঘটন পাওলিনির বিদায়।
এদিকে পুরুষ এককের ম্যাচে মার্কিন যুক্তরাষ্ট্রের মার্কস জিরুনের বিপক্ষে ৬-৩, ৬-৪, ৬-২ সেটে জয় তুলে নিয়ে শেষ ষোলোয় জায়গা করে নিয়েছেন শীর্ষ বাছাই জ্যানিক সিনার। জ্যাক ড্র্যাপারের বিপক্ষে শেষ ষোলোতে খেলবেন শীর্ষ বাছাই সিনার। এছাড়া মুসেট্টির বিপক্ষে জয় তুলে নিয়েছেন বেন শেলটন। তিনি হারিয়েছেন ৬-৩, ৩-৬, ৬-৪, ৭-৬(৭-৫) সেটে। এছাড়া সহজ জয় পেয়েছেন এলেক্স ডি মিনাউর।
তবে ১৯তম বাছাই খাচানভকে হারিয়ে চমক দেখিয়েছেন অবাছাই মিচেলসন। মিনাউরের বিপক্ষে শেষ ষোলোতে কোর্টে নামবেন তিনি। হামবার্টের বিপক্ষে লড়বেন দ্বিতীয় বাছাই জেভেরেভ। এদিকে গতকাল মেলবোর্নে অঘটন ঘটিয়েছেন মনফিলস-সভিতোলিনা জুটি। ফ্রান্সের গায়েল মনফিলস তৃতীয় রাউন্ডে হারিয়েছেন যুক্তরাষ্ট্রের টেলর ফ্রিটজকে। তার স্ত্রী ইউক্রেনের এলিনা সভিতোলিনাও মেয়েদের বিভাগে হারিয়েছেন ইতালির জেসমিন পাওলিনিকে। তৃতীয় রাউন্ডে দুজনেই হারিয়েছেন নিজ নিজ বিভাগের চতুর্থ বাছাইকে। কাকতালের শেষ এখানেই নয়। মনফিলস ও সভিতোলিনা দুজনেই খেলেছেন মার্গারেট কোর্ট অ্যারেনার কোর্টে এবং প্রথম সেট হেরে নিজ নিজ খেলায় পিছিয়ে পড়েছিলেন। পরে ঘুরে দাঁড়িয়ে দুজনেই নিশ্চিত করেছেন প্রতিযোগিতার চতুর্থ রাউন্ড। মনফিলস ৩-৬, ৭-৫, ৭-৬(৭ /১), ৬-৪ গেমে জিতেছেন, আর সভিতোলিনার জয় ২-৬, ৬-৪, ৬-০ গেমে। গতকালের জয়ে মনফিলস একটা জায়গায় রজার ফেদেরারের পাশে নাম লিখিয়েছেন। ২০০৮ সালে রজার ফেদেরারের পর সবচেয়ে বয়োজ্যেষ্ঠ খেলোয়াড় হিসেবে অস্ট্রেলিয়ান ওপেনের চতুর্থ রাউন্ডে উঠলেন ৩৮ বছর বয়সি মনফিলস। ২০০৮ সালে রোঁলা গারোয় কোয়ার্টার ফাইনালে ডেভিড ফেরারকে হারিয়ে দেয়ার পর সেরা পাঁচের কোনো খেলোয়াড়কে হারিয়েছেন মনফিলস। শেষ ষোলোতে বেন শেলটনের মুখোমুখি হবেন তিনি।