২০৩৪ পর্যন্ত সিটিতে হলান্ড

প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ

কাগজ ডেস্ক : ম্যানচেস্টার সিটির সঙ্গে সম্পর্ক আরো দীর্ঘ ও মজবুত হচ্ছে আর্লিং হলান্ডের। ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটির সঙ্গে ১০ বছরের নতুন চুক্তি করেছেন তিনি। আগামী ২০৩৪ সাল পর্যন্ত এখানে থাকবেন নরওয়ের তারকা স্ট্রাইকার। ফুটবলের ইতিহাসে এমন দীর্ঘমেয়াদি আগে কখনো হয়েছে কিনা- তা খুঁজে বের করা মুশকিল। জানা মতে হয়নি। এবার আরলিং হলান্ডের সঙ্গে অভূতপূর্ব তেমনি এক চুক্তি করেছে ম্যানচেস্টার সিটি। নরওয়েজিয়ান এই তরুণের সঙ্গে ১০ বছরের চুক্তি করেছে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটি।
বর্তমান চুক্তি অনুসারে ২০২৭ সাল পর্যন্ত সিটিতে থাকার কথা হলান্ডের। কিন্তু পেপ গার্দিওলার দলের নতুন চুক্তিতে ২০৩৪ সাল পর্যন্ত ইতিহাদেই থাকবেন ২৪ বছর বয়সি এ তারকা।
যদিও এখন পর্যন্ত নতুন চুক্তির মেয়াদ নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি ম্যানসিটি। তবে নিজস্ব সূত্রের বরাতে ফুটবলবিষয়ক ওয়েবসাইট ‘ইএসপিএন’ জানিয়েছে, ফুটবলের ইতিহাসে সবচেয়ে লোভনীয় চুক্তিটিই হলান্ডের সঙ্গে করেছে সিটি।
ম্যানসিটি বর্তমান ডিরেক্টর জিকি বেগরিসটেন বলেন, ‘আরলিং নতুন চুক্তিতে স্বাক্ষর করায় ক্লাবের প্রত্যেকেই আনন্দিত। নতুন চুক্তির অর্থ হলো খেলোয়াড় হিসেবে তার প্রতি আমাদের প্রতিশ্রæতি এবং এই ক্লাবের প্রতি তার ভালোবাসার প্রমাণ। সে এখানে অবিশ্বাস্য প্রভাব ফেলেছে। গোল সংখ্যা এবং রেকর্ড তার নিজের পক্ষে কথা বলে।’
নতুন চুক্তির বিষয়ে হলান্ড বলেন, ‘নতুন চুক্তিতে স্বাক্ষর করতে পেরে আমি আনন্দিত। দুর্দান্ত ক্লাবে আরো বেশি সময় কাটানোর জন্য উন্মুখ হতে পেরে সত্যিই খুশি। ম্যানচেস্টার সিটি একটি বিশেষ ক্লাব, অসাধারণ সমর্থক, অসাধারণ মানুষে পরিপূর্ণ এবং এটি এমন পরিবেশ যা সবার থেকে সেরাটা বের করে আনতে সাহায্য করে।’ সিটির জার্সিতে শুরু থেকেই উজ্জ্বল হলান্ড যেন হয়ে উঠেন গোল মেশিন! সব প্রতিযোগিতা মিলিয়ে ক্লাবটির হয়ে এখন পর্যন্ত ১২৬ ম্যাচে ১১১ গোল করেছেন, শিরোপা জিতেছেন পাঁচটি। ২০২২-২৩ মৌসুমে দলকে ট্রেবল (প্রিমিয়ার লিগ, এফএ কাপ, চ্যাম্পিয়নস লিগ) জেতাতেও বড় অবদান রেখেছেন।
বর্তমানে হলান্ডের বাজারমূল্য ২০ কোটি ইউরো। সিটির সঙ্গে তার আগের চুক্তির মেয়াদ ছিল ২০২৭ সালের জুন পর্যন্ত। আরো সাড়ে ৯ বছর ইতিহাদে থেকে যাওয়ার সিদ্ধান্ত নেয়ায় বর্তমানে প্রিমিয়ার লিগে খেলা ফুটবলারদের মধ্যে দীর্ঘমেয়াদি চুক্তির তালিকায় এখন হলান্ডের নাম সবার ওপর। চুক্তির মেয়াদ ফুরোনোর সময় তার বয়স হবে ৩৪ বছর।
এত দিন যৌথভাবে সবচেয়ে বেশি সময় চুক্তিবদ্ধ খেলোয়াড় ছিলেন চেলসির অ্যাটাকিং মিডফিল্ডার কোল পালমার ও স্ট্রাইকার নিকোলাস জ্যাকসন। দুজনের সঙ্গেই ২০৩৩ সালের জুন পর্যন্ত চুক্তি আছে চেলসির।