জয়ে ফিরল দুর্বার রাজশাহী

প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ

কাগজ প্রতিবেদক : ব্যাটে-বলে দারুণ নৈপুন্যে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটে জয়ের ধারায় ফিরেছে দুর্বার রাজশাহী। চট্টগামে গতকাল টুর্নামেন্টের ২৩তম ও নিজেদের সপ্তম ম্যাচে রাজশাহী ৬৫ রানে হারিয়েছে সিলেট স্ট্রাইকার্সকে। এই জয়ে ৭ ম্যাচে ৩ জয় ও ৪ হারে ৬ পয়েন্ট রাজশাহীর। টানা দুই হারের পর ৭ ম্যাচে ৪ পয়েন্ট আছে সিলেটের।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে গতকাল ১৮৫ রানের টার্গেটে খেলতে নেমে তৃতীয় ওভারের মধ্যে ২ উইকেট হারায় সিলেট। দুই ওপেনার রনি তালুকদার ৪ ও পল স্টার্লিংকে ২ রানে আউট করেন রাজশাহীর স্পিনার সানজামুল ইসলাম। তৃতীয় উইকেটে ৪৩ বলে ৫৮ রানের জুটিতে সিলেটের শুরুর ধাক্কা সামাল দেন জাকির হাসান ও জর্জ মুনসি। পরপর দুই ওভারে জাকির ও মুনসির বিদায়ের পর পথ হারায় সিলেট। নিয়মিত বিরতিতে উইকেট পতনে ১৭ দশমিক ৩ ওভারে ১১৯ রানে অলআউট হয় সিলেট। দলের পক্ষে সর্বোচ্চ ৩৯ রান করেন জাকির। ২৮ বলে ৪টি চার ও ২টি ছক্কা মারেন তিনি। ৩টি ছক্কায় ২০ বলে জাকির ৩১ ও মুনসি ২০ রান করেন। রাজশাহীর সানজামুল ২৫ রানে ৩টি, তাসকিন-মৃত্যুঞ্জয় ও আফতাব ২টি করে উইকেট নেন।
এর আগে দিনের প্রথম ম্যাচে টস জিতে আগে ব্যাট করতে নেমে ভালো শুরুর ইঙ্গিত দিয়েছিলেন রাজশাহীর দুই ওপেনার মোহাম্মদ হারিস ও জিশান আলম। দুজনে ৩ ওভারে ২৯ রান তোলেন। চতুর্থ ওভারের প্রথম বলে হারিসকে ফিরিয়ে সিলেটকে প্রথম সাফল্য এনে দেন স্পিনার নাহিদুল ইসলাম। ২টি ছক্কায় ১৪ বলে ১৯ রান করেন হারিস। এরপর অধিনায়ক এনামুল হককে নিয়ে ২৪ বলে ২৪ রানের জুটি গড়ে নাহিদুলের দ্বিতীয় শিকার হন জিশান। ১টি চার ও ২টি ছক্কায় ১৮ বলে ২০ রান করেন জিশান। দলীয় ৫৩ রানে জিশান ফেরার পর মিডলঅর্ডারের তিন ব্যাটারের ঝোড়ো জুটিতে বড় সংগ্রহের পথ পায় রাজশাহী। তৃতীয় থেকে পঞ্চম উইকেটে ৫২ বলে ১০০ রান তুলে রাজশাহী। মিডলঅর্ডারে এনামুল ৩টি চার ও ২টি ছক্কায় ২২ বলে ৩২, রায়ান বার্ল ১টি চার ও ৪টি ছক্কায় ৪১ ও ইয়াসির আলি ১০ বলে ১৯ রান করেন। শেষ দিকে আকবর আলীর ১৫ বলে ১৪ এবং মৃত্যুঞ্জয় চৌধুরীর ৬ বলে ১২ রানের ওপর ভর করে ২০ ওভারে ৭ উইকেটে ১৮৪ রানের সংগ্রহ পায় রাজশাহী। বল হাতে সিলেটের রুয়েল মিয়া ৩টি এবং নাহিদুল-নিহাদুজ্জামান ২টি করে উইকেট নেন।
গত দুই দিন ধরে আলোচনার শীর্ষে বাংলাদেশ প্রিমিয়ার লিগের ফ্র্যাঞ্চাইজি দুর্বার রাজশাহী। ক্রিকেটারদের পারিশ্রমিক দিতে না পারায় অনুশীলন বাতিলকে কেন্দ্র করে সমস্যা সৃষ্টি হয়। এরই মাঝে রাজশাহী নতুন করে দুই বিদেশি ক্রিকেটারকে দলে ভিড়িয়েছে। এক বিবৃতিতে ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার মার্ক দেয়াল এবং আফগানিস্তানের পেসার আফতাব আলমকে নেয়ার কথা জানিয়েছে রাজশাহী। বিপিএলের চলতি আসরের জন্য ফ্র্যাঞ্চাইজিটির সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন এই দুই বিদেশি ক্রিকেটার।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে গতকাল দিনের প্রথম ম্যাচে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে একাদশে আছেন নতুন করে ডাক পাওয়া দুই ক্রিকেটারই। এর মধ্যে উইন্ডিজ অলরাউন্ডার দেয়াল গত বিপিএলে খুলনা টাইগার্সের হয়ে খেলেছিলেন। আজ বিপিএলের কোনো ম্যাচ নেই। একদিন বিরতি দিয়ে আগামীকাল থেকে আবার মাঠে গড়াবে বিপিএল।
স্থানীয় খেলোয়াড়দের পারফরম্যান্স নতুন রূপের বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটকে আরো বেশি জাঁকজমকপূর্ণ করে তুলেছে বলে মনে করেন রংপুর রাইডার্সের সহকারী কোচ ও জাতীয় দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। বিপিএলের ইতিহাসে এমনটা আগে কখনো দেখা যায়নি। আশরাফুল বলেন, ‘এবারের বিপিএলকে সফল করার পেছনে স্থানীয় খেলোয়াড়রা বড় ভূমিকা পালন করছে। আগের টুর্নামেন্টগুলোতে স্থানীয় খেলোয়াড়দের এমন দুর্দান্ত পারফরম্যান্স আমরা কখনো দেখিনি।’ তিনি আরো বলেন, ‘টুর্নামেন্ট এখন বেশ উঁচুমানের। বিপিএলকে নতুন রূপ দিতে বিসিবি যা করছে, তা সত্যিই প্রশংসনীয়। ভালো উইকেট তৈরি করেছে এবং এটি আসলে স্পোর্টিং উইকেট, যেখানে বোলার ও ব্যাটাররা দুপক্ষই উপভোগ করছে।’ বিপিএলের সিলেট পর্বের বাউন্ডারি সীমানা নিয়ে সমালোচনা হলেও বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের প্রথম পোস্টার বয় হিসেবে বিবেচিত মোহাম্মদ আশরাফুল বলেন, উইকেট ভালো থাকলে বাউন্ডারি কোনো বিষয় নয়।
চট্টগ্রাম পর্বের উত্তপ্ত পরিস্থিতি দেখা গেছে ফরচুন বরিশাল বনাম ঢাকা ক্যাপিটালস ম্যাচে। সাব্বির রহমানের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়েন তামিম ইকবাল। আগ্রাসি আচরণের জন্য অনেকেই কাঠগড়ায় তুলছেন তামিমকে। অবশ্য সাব্বির বিষয়টি সেভাবে দেখছেন না। অপ্রীতিকর ঘটনাটি ‘হিট অব দ্য মোমেন্ট’ ছিল বলে মনে করেন তিনি। সাব্বির বলেন, ‘মাঠের মধ্যে যে ঘটনাই হোক, এটা মাঠের মধ্যেই শেষ হয়ে যায় আমাদের। তামিম ভাই আমার সিনিয়র বড় ভাই। রেসপেক্টেড বড় ভাই এবং লিজেন্ড ক্রিকেটার। আমি ওটা কিছু মনে করিনি। উনি আমার খুবই ক্লোজ বড় ভাই। উনার সঙ্গে আমার সম্পর্ক খুবই ভালো। আশা করছি, সম্পর্কটা চিরস্থায়ী থাকবে। ভবিষ্যতে ভালো যাবে।’