×

খেলা

এশিয়ান অনূর্ধ্ব-২১ হকি

জয় দিয়ে শেষ করল মেয়েরা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

জয় দিয়ে শেষ করল মেয়েরা

ছবি: সংগৃহীত

   

ওমানের মাসকাটে জুনিয়র মহিলা এশিয়া কাপে স্থান নির্ধারণী ম্যাচে শ্রীলঙ্কাকে ৮-০ গোলের বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-২১ নারী হকি দল। গতকাল বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৪টি গোল করে আইরিন রিয়া হয়েছেন ম্যাচসেরা। ফাতেমা, অর্পিতা পাল, সোনিয়া ও নাদিরা করেছেন বাকি ৪ গোল। এ জয়ের মধ্য দিয়ে বাংলাদেশ নবম স্থান অর্জন করে তাদের প্রথম জুনিয়র এশিয়া কাপ অভিযান শেষ করল।

গতকাল সকালে ওমানের মাসকাটে স্থান নির্ধারণী ম্যাচটি অনুষ্ঠিত হয়। ম্যাচের শুরুতেই আক্রমণাত্মক ছিল বাংলাদেশের জুনিয়র নারী হকি দল। প্রথম কোয়ার্টারে একটি মাত্র গোল পায় বাংলাদেশ নারীরা। দ্বিতীয় কোয়ার্টারে আরো দুই গোল করে ব্যবধান ৩-০ তে থেকে বিরতিতে যায় তারা। বিরতির পর তৃতীয় কোয়ার্টারে দুটি এবং শেষ কোয়ার্টারে তিনটি গোল করে বাংলাদেশ।

গ্রুপ পর্যায়ে ৪ ম্যাচেই হারে বাংলাদেশ নারী হকি দল। চীনের বিপক্ষে ১৯-০ গোলে হার দিয়ে শুরু। দ্বিতীয় ম্যাচে ভারতের বিপক্ষে হার ১৩-১ গোলে। থাাইল্যান্ডের বিপক্ষে ২-১ ও মালয়েশিয়ার বিপক্ষে ৬-১ গোলে হার। প্রথম চার ম্যাচে মোট ৪০ গোল হজম করেছে বাংলাদেশ।

মাসকাট যাওয়ার আগে অবশ্য লক্ষ্যটা বেশ বড়ই ছিল। সেরা পাঁচে থেকে বিশ্বকাপে ওঠার স্বপ্নের কথা বলেছিলেন কোচ জাহিদ হোসেন। সেই অনুপ্রেরণা তারা পেয়েছিলেন ছেলেদের কাছ থেকে। মাসকাটেই হকি জুনিয়র এশিয়া কাপে ছেলেদের বিভাগে সেরা পাঁচে থেকে আগামী বছর যুব বিশ্বকাপের টিকেট পেয়েছে বাংলাদেশ। দেশের হকিতে এই প্রথম কোনো বিশ্বকাপে ওঠার আনন্দ নিয়ে ওমানের মাসকাট থেকে ৩ ডিসেম্বর দেশে ফেরেন ছেলেরা। ওই দিন রাতেই মেয়েরা যান মাসকাটে।

বাংলাদেশের মেয়েরা আন্তর্জাতিক হকিতে অনভিজ্ঞ। এশিয়ার শীর্ষ পর্যায়ে খেলেছেন এই প্রথম। বেশির ভাগ খেলোয়াড়ের বয়স ১৫-১৬। ফলে প্রত্যাশিত ফল হয়নি। তবে এই মেয়েরাই গত জুনে এশিয়ান হকি ফেডারেশন কাপে রানার্সআপ হয়ে বাংলাদেশকে প্রথমবার এশিয়া কাপের চূড়ান্ত পর্বে ওঠান।

এশিয়ান হকি ফেডারেশন কাপে ৬ ম্যাচে ৫টিই জেতে বাংলাদেশ। থাইল্যান্ডের বিপক্ষে ৫-৪, হংকংয়ের বিপক্ষে ২-১, শ্রীলঙ্কার বিপক্ষে ৭-২ ও ইন্দোনেশিয়ার বিপক্ষে ১০-১ গোলে জেতে তারা। একমাত্র হার চীনা তাইপের কাছে (৭-১)। এশিয়ান হকি ফেডারেশন কাপ আর এশিয়া কাপের মধ্যে যে বিস্তর পার্থক্য, সেটা মাসকাটে গিয়ে বুঝলেন মেয়েরা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App