×

খবর

মাদক আইসসহ গ্রেপ্তার সেই পুলিশ কর্মকর্তা বরখাস্ত

Icon

প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

   

চট্টগ্রাম অফিস : ইয়াবার চেয়ে অনেকগুণ বেশি ক্ষতিকর মাদক ক্রিস্টাল মেথসহ (আইস) এক পুলিশ কর্মকর্তা ও তার সহযোগীকে গ্রেপ্তার করেছে র‌্যাব। এ সময় তাদের কাছ থেকে ১৬০ গ্রাম আইস জব্দ করা হয়। এদিকে, এ ঘটনায় আলমগীর হোসেন নামে ওই পুলিশ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তার বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

এর আগে শুক্রবার রাতে চকবাজার থানার মেহেদীবাগ এলাকা থেকে মাদক আইসসহ তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ওই পুলিশ কর্মকর্তার সহযোগী মেহেদী হাসানকেও গ্রেপ্তার করা হয়। গতকাল শনিবার বিষয়টি জানাজানি হওয়ার পর তাকে সাময়িক বরখাস্ত করা হয়। গ্রেপ্তার পুলিশ কর্মকর্তা আলমগীর হোসেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) জনসংযোগ শাখায় সহকারী উপপরিদর্শক (এএসআই) পদে কর্মরত ছিলেন।

পুলিশ জানায়, শুক্রবার রাতে মেহেদীবাগ এলাকায় র‌্যাব সদস্যরা এএসআই আলমগীর হোসেনের প্যান্টের পকেট থেকে ১৬০ গ্রাম আইস উদ্ধার করেন। পরে তাকে চকবাজার থানাপুলিশের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে চকবাজার থানায় মামলা দায়ের করা হয়েছে। র‌্যাব চান্দগাঁও কমান্ডার স্কোয়াড্রন লিডার সাদেকুল ইসলাম বলেন, ‘মাদকসহ গ্রেপ্তার পুলিশ কর্মকর্তাকে তার সহযোগীসহ চকবাজার থানায় হস্তান্তর করা হয়েছে। এর মধ্যে পুলিশ কর্মকর্তার সম্পৃক্ততা ভালোভাবে যাচাই-বাছাই করা হচ্ছে।’

চট্টগ্রাম নগর পুলিশের উপকমিশনার (অপরাধ) রইছ উদ্দিন জানান, আইসসহ গ্রেপ্তার পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App