জাবি
শীতার্তদের কম্বল দিল লাল সবুজ উন্নয়ন সংঘ

প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
জাবি প্রতিনিধি : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) লাল সবুজ উন্নয়ন সংঘের উদ্যোগে শীতার্তদের মধ্যে সপ্তাহব্যাপী কম্বল বিতরণ কর্মসূচির শেষ দিনের কম্বল বিতরণ সম্পন্ন হয়েছে। গত শনিবার মধ্যরাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংলগ্ন ফুটওভার ব্রিজে আশ্রয় নেয়া ছিন্নমূল মানুষের মধ্যে কম্বল বিতরণ করে সেচ্ছাসেবী সংগঠনটি। এর আগে গত ৮ জানুয়ারি বুধবার দুপুর ১২টায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) ছাদে সুবিধাবঞ্চিত শিশু ও অসহায় শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ কর্মসূচি শুরু করেন।
লাল সবুজ উন্নয়ন সংঘ ঢাকা জেলা শাখার সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের ৫০ ব্যাচের শিক্ষার্থী জিয়া উদ্দিন আয়ান বলেন, আমাদের লক্ষ্য কেবল শীতার্তদের হাতে কম্বল তুলে দেয়া নয়, বরং তাদের মনে আশা জাগিয়ে তোলা যে আমরা তাদের পাশে আছি। আজকের এই প্রচেষ্টা যদি একজন মানুষকেও উষ্ণতা এনে দিতে পারে, তাহলে সেটাই আমাদের প্রকৃত সাফল্য। সবার প্রতি আহ্বান জানাতে চাই, আসুন আমরা একসঙ্গে সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়াই। আমাদের ছোট্ট সহযোগিতাও যদি কারো জীবনকে বদলে দিতে পারে, তাহলে সেটাই হবে আমাদের জীবনের সবচেয়ে বড় অর্জন।