×

গ্যালারি

বিপিএলে গতির ঝড় তুলছেন রানা

Icon

প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

বিপিএলে গতির ঝড় তুলছেন রানা
   

বাংলাদেশ জাতীয় দলের পেস আক্রমণে নতুন সংযোজন নাহিদ রানা। দেড়শোর্ধ্ব গতিতে বল করার ক্ষমতার কথা ইতোমধ্যে জানান দিয়েছেন এই পেসার। জাতীয় দলে অভিষেকের পর থেকে দারুণ সময় কাটানোর পাশাপাশি বিপিএলেও বল হাতে ছন্দে রয়েছেন রংপুরের এই বোলার। কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফির আগে যথাযথ পরিচর্যা না করা গেলে থেকে যাচ্ছে চোটের শঙ্কা ও একটানা খেলার ক্লান্তিও।

এবারের বিপিএলে এই রিপোর্ট লেখা পর্যন্ত ছয়টি ম্যাচ খেলেছে রংপুর রাইডার্স। জিতে নিয়েছে সবকটি ম্যাচই। বাংলাদেশের দ্রুততম বোলার নাহিদ রানা খেলেন এই দলে এবং খেলেছেন প্রথম ছয় ম্যাচেই। ছয় ম্যাচে তিনি বল করেছেন ২৩ ওভার। রান খরচ করেছেন ১৮৩। উইকেট নিয়েছেন ৯টি। সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় যৌথভাবে দুইয়ে রয়েছেন তিনি। তার বোলিং গড় মাত্র ২০।

৭ দশমিক ৯৫ ওভারপ্রতি রান দিয়েছেন এই পেসার। চার উইকেট শিকার করেছেন একবার। ম্যাচসেরা হয়েছেন দুটি ম্যাচে। নাহিদের উপরে রয়েছেন তাসকিন ছাড়াও খুশদিল শাহ, আবু হায়দার রনি ও তানজিম হাসান সাকিব। বিপিএলে তাদের দলও রয়েছে দারুণ ছন্দে। সুসময় কাটানো নাহিদ বলেন, ‘আলহামদুলিল্লাহ, বিপিএল ভালো যাচ্ছে। প্রতিটি ম্যাচে নতুন অভিজ্ঞতা হচ্ছে। ব্যাটারদের বিপক্ষে গতি আর কৌশল দিয়ে চাপ তৈরি করতে পারছি, যেটা দারুণ তৃপ্তি দিচ্ছে। আমাদের দলের পরিবেশও অসাধারণ, সবাই সবার জন্য কাজ করছে। আর সবচেয়ে বড় কথা, টিম ম্যানেজমেন্টের ভালোবাসা আমাকে প্রতি মুহূর্তে অনুপ্রাণিত করছে।

আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফি আমার প্রথম আইসিসি ইভেন্ট হবে, যদি সুযোগ পাই। স্বাভাবিকভাবে অনেক স্বপ্ন দেখি। দেশের হয়ে প্রথমবার এমন একটি বড় মঞ্চে ভালো করার সুযোগ পেলে সেটা জীবনের সেরা মুহূর্ত হয়ে থাকবে। তবে এখন বিপিএল খেলছি, এটায় বেশি ফোকাস রাখার চেষ্টা করছি। এখানে ভালো করলে, ফিট থাকলে আশা করি, সেখানেও ভালো কিছু সম্ভব।’ বিপিএলের সর্বোচ্চ উইকেট শিকারি হতে চান কিনা এমন প্রশ্নের জবাবে নাহিদ বলেন, ‘আসলে আমি রেকর্ডের পেছনে ছুটি না। আমি খেলি এবং চেষ্টা করি আমার কাজটুকু সঠিকভাবে করতে। যদি আমার পরিকল্পনা ঠিকভাবে বাস্তবায়িত হয়, তাহলে ভালো কিছু হতে পারে। এটিই আমার সাফল্য। উইকেট পেতেই হবে, এমন কোনো মানসিকতা নিয়ে বোলিং করি না।

এদিকে রানার দুর্দান্ত ফর্ম ছাড়াও তাকে নিয়ে আছে বেশ শঙ্কা। ঘণ্টায় ১৫০ কিলোমিটার গতিতে বোলিং করতে পারা দেশের একমাত্র পেসার তিনি। বিপিএলে রংপুরের সর্বশেষ দুই ম্যাচে তাকে ১৩৫ কিলোমিটারের আশপাশেই বেশি বোলিং করতে দেখা যায়। ফলে, স্বভাবতই প্রশ্ন উঠেছে নাহিদ রানার বিশ্রাম প্রয়োজন কিনা। তবে রংপুর রাইডার্সের কোচ মিকি আর্থার এখনই সে প্রয়োজন দেখছেন না। তিনি বলেছেন, ‘আমরা দেখব তার কী অবস্থা। খেলোয়াড়দের বিশ্রাম দেয়া ও খেলানোর মধ্যে একটা ভারসাম্য রাখতে হয়। বেশি বল করানো বা কম বল করানোর মধ্যেও আছে। মাত্র ২৪টা বল করতে হয় ম্যাচে, আমরা দেখব এটা সে কীভাবে করে। তাকে বিশ্রাম দেয়ার সুযোগ পেলে আমরা তা দেব।’ চ্যাম্পিয়ন্স ট্রফি সামনে রেখে বিপিএলে জাতীয় দলের পেসারদের জন্য ওয়ার্কলোড ভাগ করে দেয়া আছে, যাতে অতিরিক্ত ম্যাচ খেলে বা বোলিং করে কেউ ক্লান্ত হয়ে না পড়েন। কারো চোটের শঙ্কা না জাগে।

এই নীতি অনুযায়ী একজন পেসার সর্বোচ্চ তিনবার পরপর দুই দিন ম্যাচ খেলার চাপ নিতে পারবেন। তবে পরপর দুই দিন ম্যাচ খেললে তার আগে-পরে ওই পেসার অনুশীলনে বোলিং করবেন না। রানা পরপর দুই দিন খেলেছেন দুইবার এবং ওই ম্যাচ দুটির আগে রংপুর অনুশীলনে তার বোলিং ভার কমিয়েছেন, এমনটাই জানা গেছে। রানাও এখন পর্যন্ত কোনো সমস্যার কথা বলেননি।

তাছাড়া টি-টোয়েন্টি ফরম্যাটে যেহেতু এক ম্যাচে সর্বোচ্চ ৪ ওভারই বোলিং করতে হয়, পেসারদের ওপর সেটা চাপ হওয়ার কথা নয়। উল্টো ওয়ানডের কথা মাথায় রেখে অনেক সময় অনুশীলনে বা ম্যাচের আগে-পরে তাদের বাড়তি বোলিং করাতে হয় এবং সেটিও ওয়ার্কলোড ম্যানেজমেন্টেরই অংশ বলে জানিয়েছে ওই সূত্র। টুর্নামেন্টের প্রথম ১১ দিনে রানা ছয়টি ম্যাচ খেললেও তিনি পরের দুটি ম্যাচ খেলবেন ১৭ ও ২৩ জানুয়ারি। অর্থাৎ মাঝে যথেষ্ট বিরতি থাকবে। ৯ জানুয়ারির পর বাকি তিন ম্যাচের জন্য তিনি সময় পাচ্ছেন ১৪ দিন, যেটা পেসারদের ওয়ার্কলোড ম্যানেজমেন্টের মধ্যেই পড়ে। বরং এই নিয়ম অনুযায়ী রানাকে রংপুর চাইলে আরো একবার পরপর দুই দিন ম্যাচ খেলাতে পারবে, যদিও এই টুর্নামেন্টেই রংপুরের আর পরপর দুই দিন খেলা নেই।

- রাফিদ বিন ইসলাম

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App