×

মেলা

‘ভালোরা নারীদের এগিয়ে দিতে চায়’

Icon

প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

‘ভালোরা নারীদের এগিয়ে দিতে চায়’
   

রু´িণী মৈত্র এবার পর্দায় ‘বিনোদিনী দাসী’ হয়ে উঠেছেন ২৩ জানুয়ারি ছবির শুভমুক্তি। তার আগে দফায় দফায় একের পর এক সাক্ষাৎকারে সাংবাদিকদের মুখোমুখি হচ্ছেন তিনি ও পরিচালক রাম কমল মুখোপাধ্যায়। প্রশ্নের উত্তরে কখনো কখনো মনে পড়ে যাচ্ছে গত পাঁচ বছরের পরিশ্রমের হিসাব-নিকাশ, কখনো টুকরো হাসির আদান-প্রদান পরিচালক-অভিনেত্রীর। আবার কখনো মন খারাপের কথায় নিশ্চুপে মিলিয়ে যাচ্ছে রু´িণীর যাবতীয় অনুভূতি। ‘বিনোদিনী-একটি নটীর উপাখ্যান’ ছবিতে ফিরে ফিরে আসছে অতীতের সোনালি মুহূর্ত।

কথার ওপর কথা বসতেই রু´িণী বললেন, ‘বিনোদিনী’ শুধু তার কিংবা রাম কমলের ছবি নয়। এই ছবি তাদেরও, যারা কোনো না কোনোভাবে জুড়ে ছিলেন ‘বিনোদিনী’র পাশে। ছবির প্রযোজকদের কথাও উঠে এলো কথোপকথনে। উঠে এলো দেব (দেব ভেঞ্চার্স এন্টারটেনমেন্ট) এবং প্রতীক চক্রবর্তী (প্রমোদ ফিল্মস), দুই প্রযোজকের প্রসঙ্গও।

দেবের সাক্ষাৎকারে যেমন উঠে আসে রু´িণীর নাম এবং রু´িণীর সাক্ষাৎকারে দেব বিরাজমান। দেবকে ছাড়া রু´িণীকে ভাবা যায় না এবং ঠিক উল্টোটাও।

‘আমরা ফেমিনিজম নিয়ে কথা বলি, ফেমিনিজম শব্দটাকে অনেক সময় নেগেটিভ অর্থে ব্যবহার হয়। মেল হিটিং কনেসেপ্ট হিসেবে। তা কিন্তু নয়। এটা সেলিব্রিটিং মেন অ্যান্ড উইমেন ইক্যুয়ালি। সমানভাবে। এই যে আপনি বললেন, রু´িণীকে দেব ছাড়া ভাবা যায় না, দেবকেও রু´িণী ছাড়া ভাবা যায় না। নারী-পুরুষ দুজনেই আকাশটাকে ধরে রেখেছে। ভারসাম্য হারালেই পড়ে যাবে।’ বললেন রু´িণী। চারপাশে কান পাতলেই শোনা যায় সমাজ আজ পুরুষতান্ত্রিক।

রু´িণী বলেন, সমাজে খারাপ পুরুষও যেমন আছে, তেমন ভালো মানুষও। তিনি বলেন, ‘ভালোরা নারীদের এগিয়ে দিতে চায়, আমার বাবা তাদের মধ্যে একজন। আমার দাদাও তাই, দেবের মতো বন্ধু আছে জীবনে। এ রকম বহু দেব আছে, চারদিকে। রু´িণীর বাবার মতো মানুষও আছে।’

প্রচুর ভিডিও ভাইরাল হয় সেলেবদের। প্রিয়াঙ্কা চোপড়ার ভিডিও শুট করছেন, নিক জোনাস। কিংবা চারপাশে প্রচুর মানুষ, দীপিকাকে সেসবের থেকে সামলাচ্ছেন স্বামী রণবীর সিং। আপনাদের অর্থাৎ দেব-রু´িণীরও এমন ভিডিও সোশ্যাল মিডিয়ায় রয়েছে। একটা বাবা-বাবা ব্যাপার রয়েছে দেবের মধ্যে, ও কি খানিক ফাদার ফিগার টাইপ? প্রশ্ন ছিল রু´িণীর কাছে।

এক গাল হেসে বললেন, ‘একজন মানুষ ধনী হয়ে ওঠে না, শুধু সম্পদ কিংবা প্রতিপত্তিতে। সে ধনী হয়ে ওঠে বাবা-মায়ের সান্নিধ্যে। বাবা-মায়েরাই সন্তানদের ভালো মানুষ হিসেবে গড়ে তোলেন। দেব সুপারস্টার। ওর কাজকর্মে মানুষ অনুপ্রেরণা জোগায়। ওকে দেখে কতজন কত কী শেখেন। ওর থেকে শিখবে মহিলাদের সম্মান কীভাবে দিতে হয়। এটা শুধু আমার প্রতি নয়, ওর মা, ওর বোনের প্রতিও তেমনই কনসার্ন্ড।’- বললেন রু´িণী।

- মেলা ডেস্ক

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App