×

মেলা

মধুমিতা সিনেমা হলে শো বন্ধ

Icon

প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

   

মানসম্মত সিনেমার অভাবে দেশের ঐহিত্যবাহী সিনেমা মধুমিতা সিনেমা হলটি বন্ধ রয়েছে। এর আগে একাধিকবার মধুমিতা সাময়িকভাবে বন্ধ রাখা হলেও এবার দীর্ঘদিন ধরে বন্ধ রাখা হয়েছে। হলটি কর্ণধার ও চলচ্চিত্র প্রদর্শক সমিতির সাবেক সভাপতি ও প্রযোজক ইফতেখার নওশাদ গণমাধ্যমে জানিয়েছেন, নভেম্বরের শেষ সপ্তাহ থেকে মধুমিতা বন্ধ রাখা হয়েছে। আপাতত আর খোলার ইচ্ছা নেই তার।

গত ঈদুল আজহায় শাকিব খান অভিনীত ‘তুফান’ রেকর্ড পরিমাণ ব্যবসা করে। অতীতের ব্যবসায়িক ক্ষতির হিসাব অনেকটাই পুষিয়ে মুখে হাসি ফুটায় ‘তুফান’। এমনকি টানা দেড় মাসব্যাপী ছবিটি হাউসফুল দিয়েছিল। জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনের কারণে সেই ব্যবসা দীর্ঘায়িত হয়নি। নভেম্বরে শাকিবের আরেক ছবি ‘দরদ’ দিয়ে ফের জেগে ওঠে মধুমিতা। ইফতেখার নওশাদ বলেন, ‘দরদ’ প্রথম সপ্তাহে খুব ভালো চলেছিল। কিন্তু পাইরেসি হয়ে যাওয়ায় ‘সেকেন্ড উইক’ থেকে সেভাবে চলেনি। এরপর থেকে মধুমিতা বন্ধ করে দিয়েছি।

তিনি বলেন, নভেম্বরের পর যেসব সিনেমা চলেছে সেগুলো সিনেপ্লেক্সেও ব্যবসা করেনি। আমার এখানে চালাতে লাভ তো দূরে, বিদ্যুৎ বিলও উঠত না। তাই মধুমিতা হল বন্ধ করে দিয়েছি।

তিনি বলেন, যেহেতু দেশের ছবি নেই, তাই অনেক আশায় ছিলাম ‘পুষ্পা ২’ চালাব। একসঙ্গে মুক্তি দিতে পারলে আমার বিশ্বাস, ছবিটা ভালো যেত। কিন্তু আমাদের দেশে মুক্তি আটকে দেয়া হয়। এখন ঈদের আগে আর ছবি ব্যবসা করার সম্ভাবনা দেখছি না। এ কারণে হল খোলার ইচ্ছাও আর নেই। আমি নিজে পাকিস্তানের কিছু সিরিয়াল দেখেছি। খুব ভালো। যদি আমাদের দেশে চালানো যেত তাহলে হয়তো ভালো হতো।

‘২৪ জানুয়ারি মোশাররফ করিমের একটি ছবি (বিলডাকিনী) আসছে, ইন্ডিয়ান নায়িকা রয়েছে। ডিরেক্টর আমার সঙ্গে যোগাযোগ করেছেন। হল ভাড়া নিতে চান। যদি ঠিকঠাক হয় তাহলে হয়তো ওই কদিন খুলে রাখব, নইলে মধুমিতা বন্ধই থাকবে।’

নওশাদ বলেন, ‘খুব কষ্ট নিয়ে কথাগুলো বলছি, কোটি টাকা দিয়ে হল রেনোভেট করে হিন্দি ছবি যে আনব, সেটাও কোনো গ্যারান্টি নেই। কারণ সব ছবি সুবিধা করতে পারছে না। ওদিকে দেশের ছবিও হলে চলছে না। এসব কারণে হয়তো মধুমিতা চিরতরে বন্ধ করে দেব। সিনেমা আমার অনেক ইমোশনের জায়গায় ছিল। কিন্তু বছরের পর বছর এভাবে লোকসানের ঘানি আর টানতে পারছি না। শুনেছি লায়নও হয়তো বন্ধ করে দেবে।’

হ মেলা প্রতিবেদক

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App