‘সুরে সুরে পঞ্চাশে’ গাইবেন নকীব খান

প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ

বিনোদন প্রতিবেদক : সংগীত জীবনের ৫০ বছর পূর্ণ করেছেন ‘রেনেসাঁ’ ব্যান্ডের গায়ক, সুরকার নকীব খান। এ উপলক্ষে তাকে ঘিরে ‘সুরে সুরে পঞ্চাশে’ শীর্ষক গান, গল্প ও কবিতার আসর সাজিয়েছে নূর’স ইভেন্ট। আগামীকাল এটি রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত ইয়ামাহা ফ্ল্যাগশিপ সেন্টারে অনুষ্ঠিত হবে। আয়োজনে নকীব খান গাইবেন তার জনপ্রিয় সব খান, আর শোনাবেন ক্যারিয়ারের ৫০ বছরের উল্লেখযোগ্য গল্প। সঙ্গে থাকছে কবি সুমী নূর ও মেঘলার কবিতা পরিবেশনা। ভিন্ন মাত্রার এ আয়োজন প্রসঙ্গে নকীব খান বলেন, ‘ইভেন্টটিতে আমার সংগীত জীবনের পথচলার গল্প শোনাতে চাই। সঙ্গে শ্রোতাদের পছন্দের গান তো গাইবই। এমন সুন্দর সন্ধ্যায় শ্রোতা, সাংবাদিকসহ সবাইকে আমন্ত্রণ জানাই।’ আয়োজক সুমী নূর বলেন, ‘আমাদের এটি ষষ্ঠ আয়োজন। আগের প্রতিটি আয়োজনেও আমরা কবিতাকে প্রাধান্য দিয়ে গানের সঙ্গে বাংলা সাহিত্য তুলে আনার চেষ্টা করেছি। এবারো তাই থাকছে। আর কিংবদন্তি নকীব খানের সুরকার জীবনের ৫০ বছরের উদযাপন আয়োজন করতে পেরে আমরা খুবই আনন্দিত।’