এবার নাগিন চরিত্রে শ্রদ্ধা

প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ

বিনোদন ডেস্ক : স্ত্রীর পর এবার নাগিনের ভূমিকায় বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। অবশেষে জটিলতা কাটিয়ে প্রোডাকশন শুরু হলো শ্রদ্ধা অভিনীত আগামী ছবির। আর গতকাল সেই সুখবর দিলেন খোদ ছবির প্রযোজক নিখিল দ্বিবেদী। গতকাল নাগিন ছবির প্রযোজক সোশ্যাল মিডিয়ায় অনুরাগীদের সঙ্গে এই আনন্দের খবর ভাগ করে নেন। জানান, তার এই আসন্ন ছবিটির নাম নাগিন : অ্যান এপিক টেল অব লাভ অ্যান্ড স্যাক্রিফাইস। তিনি ছবির স্ক্রিপ্টের একটি ছবিও পোস্ট করেছেন এদিন তার এই ইনস্টাগ্রাম পোস্টে। আর সেখানেই শ্রদ্ধা কাপুর অভিনীত এই ছবি নিয়ে দিলেন চমকপ্রদ তথ্য।
তার পোস্ট করা ছবিতে একটা পিতলের ঘটি, কিছু গাদা ফুল দেখা যাচ্ছে স্ক্রিপ্টের পাশে। কিছু মাস আগেই নিখিল দ্বিবেদী জানিয়েছিলেন, শ্রদ্ধা কাপুর তার একটি ছবি করতে চলেছেন। ২০২৫ সালেই তারা একসঙ্গে কাজ শুরু করবেন। এটা একটি ট্রিলজি। ভারতীয় মাইথোলজির ইচ্ছাধারী নাগিনীর কথা উঠে আসবে এই ছবিতে।
উল্লেখ্য, ২০২০ সালেই শ্রদ্ধা কাপুর এই প্রজেক্টের কথা জানিয়ে বলেছিলেন যে তার স্বপ্ন সত্যি হতে চলেছে। তিনি তার সেই টুইটে লেখেন, ‘আমার জন্য এটা ভীষণ আনন্দের যে আমি অনস্ক্রিন নাগিন চরিত্রটি অভিনয় করতে পারব। আমি বড় হয়েছি শ্রীদেবী ম্যামের নাগিন, নিগাহে দেখে। আর সবসময় এমন চরিত্র করতে চেয়েছি, যা ভারতের লোক কথার সঙ্গে যুক্ত।’ ফলে বলাই বাহুল্য, ২০২৫ সালের যে এটা অন্যতম বহুল অপেক্ষিত ছবি হতে চলেছে। শ্রদ্ধাকে শেষবার স্ত্রী ২ ছবিতে দেখা গিয়েছে।