×

দূরের জানালা

ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে দেশে দেশে অভিযোগ

Icon

প্রকাশ: ০৯ জানুয়ারি ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে দেশে দেশে অভিযোগ
   

কাগজ ডেস্ক : গাজায় যুদ্ধাপরাধে অভিযুক্ত ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে বিশ্বের বিভিন্ন দেশের আদালতে ৫০টি অভিযোগ দাখিল করেছে ফিলিস্তিনপন্থি সংস্থাগুলো। স্থানীয় সময় সোমবার এ তথ্য জানিয়েছে ইসরায়েলি গণমাধ্যম।

মন্ত্রীপর্যায়ের বৈঠকে উপস্থাপিত পরিসংখ্যান উদ্বৃত্ত করে বেশ কয়েকটি প্রতিবেদনে বলা হয়েছে, ফ্রান্স, ব্রাজিল, শ্রীলঙ্কা, বেলজিয়াম, নেদারল্যান্ডস, থাইল্যান্ড, সার্বিয়া, আয়ারল্যান্ড, দক্ষিণ আফ্রিকা এবং গ্রিক সাইপ্রাসে এ ধরনের অভিযোগ দায়ের করা হয়েছে। এর আগে গত সপ্তাহে ব্রাজিলে এক ইসরায়েলি সেনার বিরুদ্ধে গাজায় যুদ্ধাপরাধের অভিযোগ করেছিল হিন্দ রজব ফাউন্ডেশন (এইচআরএফ) নামের একটি সংস্থা। আর ওই অভিযোগের পরিপ্রেক্ষিতে তার বিরুদ্ধে তদন্তের নির্দেশ দেন ব্রাজিলের একটি আদালত। তবে আদালতের এমন নির্দেশনার পরই তাকে ব্রাজিল ছেড়ে যেতে সহায়তা করে ইসরায়েল। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা ভিডিওর ওপর ভিত্তি করে ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হচ্ছে। গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই ইসরায়েলি সেনারা গাজা থেকে অসংখ্য ভিডিও পোস্ট করেছে, যাতে দেখা গেছে, তারা ফিলিস্তিনিদের বাড়িঘর উড়িয়ে দিচ্ছে কিংবা পুড়িয়ে দিচ্ছে। এছাড়া গাজায় এসব ধ্বংসযজ্ঞ চালানোর জন্য গর্ব করতেও দেখা গেছে সেনাদের। এদিকে ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে ‘বড় পরিসরে অভিযান’ শুরু করার আহ্বান জানিয়েছেন। মঙ্গলবার এক্স পোস্টে তিনি এই আহ্বান জানান। গত সোমবার বাসে গুলিতে তিন ইসরায়েলি নিহত হওয়ার পরে স্মোট্রিচের এই মন্তব্য এলো। ইসরায়েলি বাহিনী অধিকৃত পূর্ব জেরুজালেমের জাবাল মুকাবের এলাকায় এক ফিলিস্তিনি বাসিন্দার বাড়ি ভেঙে মাটিতে মিশিয়ে দিয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App