×

তথ্যপ্রযুক্তি

বেসিসে প্রশাসক নিয়োগে আদালতের নিষেধাজ্ঞা

মিজানুর রহমান সোহেল

মিজানুর রহমান সোহেল

প্রকাশ: ১৮ মে ২০২৫, ০৮:৩৭ পিএম

বেসিসে প্রশাসক নিয়োগে আদালতের নিষেধাজ্ঞা

বেসিস লোগো

   

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস বেসিসে প্রশাসক নিয়োগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। চেম্বার জজ বিচারপতি রেজাউল হক ১৪ মে (বুধবার) এ আদেশ দেন। এর আগে গত বছর ১৫ ডিসেম্বর বেসিস সদস্য তৌফিকুল করিম সুহৃদের রিটে বেসিসে প্রশাসকের সকল কার্যক্রম স্থগিত করতে নির্দেশনা দিয়েছিলেন হাইকোর্ট বিভাগের বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত বেঞ্চ। 

এরপর গত মার্চে আদালত সংশ্লিষ্ট রিট ডিসচার্জ করে দেন। চেম্বার জজ আদালতে নতুন করে গত ১১ মে ফাইলিং করা হলে ১৪ মে আদালত স্টে অর্ডার দেন। ফলে পরবর্তী শুনানি না হওয়া পর্যন্ত বেসিসে নতুন করে কোনো প্রশাসক নিয়োগ দেয়া যাবে না। আদালতে রিট শুনানি করেন একেএম নুরুল আলম। 

এ বিষয়ে রিট আবেদনকারী বেসিস সদস্য তৌফিকুল করিম সুহৃদ আজ ভোরের কাগজকে বলেন, পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত বেসিসে প্রশাসক নিয়োগ দেয়া যাবে না; আদালতের এই নির্দেশনা সম্মানের সঙ্গে গ্রহণ করছি। বেসিসের সুনাম ক্ষুণ্ণ হয় এমন কোনো কিছু করতে দিবো না। এই ইন্ডাস্ট্রিকে বাঁচানোর জন্য মূলত আমি এই রিট করেছিলাম। পরবর্তী শুনানির জন্য অপেক্ষা করছি। 

গণ–অভ্যুত্থানে রাজনৈতিক পটপরিবর্তনের পর অনেক খাতের মতো সফটওয়্যার খাতের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসেও (বেসিস) পরিবর্তন আসে। গত বছরের ৪ ডিসেম্বর বেসিসের প্রশাসক হিসেবে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক মুহম্মদ মেহেদী হাসানকে নিয়োগ দেয় সরকার। প্রশাসককে সহায়তা করতে ও বেসিসের দৈনন্দিন কার্যক্রম পরিচালনার জন্য রাফেল কবিরের নেতৃত্বে বেসিস সহায়ক কমিটি গঠন করা হয়। তবে ৩০ এপ্রিল বেসিস সহায়ক কমিটি থেকে রাফেল কবিরের পদত্যাগ এবং ১ মে রাতে এই সহায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। এরপর ৪ মে বেসিসের প্রশাসক পদ থেকে পদত্যাগ করেন মুহম্মদ মেহেদী হাসান।

বেসিসের একাধিক জ্যেষ্ঠ সদস্য জানিয়েছেন, এটা বেসিসের কালো অধ্যায়। আমরা ভেবেছিলাম, প্রশাসক ১২০ দিনের মধ্যে নির্বাচন আয়োজন করবেন। আসলে হতাশা ছাড়া প্রকাশ করার মতো কিছু নেই। এই সংগঠন নিয়ে যদি সবাই ভাবত, তাহলে প্রশাসকেরও দরকার হতো না। নিজেরাই নিজেদের সমস্যা সমাধান করতে পারতাম।

বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠন অনুবিভাগের (অতিরিক্ত দায়িত্ব) মহাপরিচালক (যুগ্ম সচিব) মুহাম্মদ রেহান উদ্দিন আজ (রবিবার) গণমাধ্যমকে জানিয়েছিলেন, বেসিসে নতুন প্রশাসক নিয়োগ দেওয়ার জন্য এরই মধ্যে প্রস্তাব জমা দেওয়া হয়েছে। অনুমোদন পেলে বিষয়টি আজকালের মধ্যে চূড়ান্ত হবে, এটা নিশ্চিত। এককথায় আজকালের মধ্যে বেসিসে নতুন প্রশাসক নিয়োগ দেওয়া হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বেসিসে প্রশাসক নিয়োগে আদালতের নিষেধাজ্ঞা

বেসিসে প্রশাসক নিয়োগে আদালতের নিষেধাজ্ঞা

৯ মাসেও সাইবার নিরাপত্তা আইন বাতিল না হওয়ায় উদ্বেগ

৯ মাসেও সাইবার নিরাপত্তা আইন বাতিল না হওয়ায় উদ্বেগ

এবার শেখ হাসিনার বিরুদ্ধে অবৈধ সম্পদের অনুসন্ধান শুরু

এবার শেখ হাসিনার বিরুদ্ধে অবৈধ সম্পদের অনুসন্ধান শুরু

নুসরাত ফারিয়া বিমানবন্দরে আটক

নুসরাত ফারিয়া বিমানবন্দরে আটক

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App