×

তথ্যপ্রযুক্তি

এআই পারফরম্যান্স সহজ করতে গিগাবাইটের নতুন মাদারবোর্ড

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০১ অক্টোবর ২০২৪, ০২:০০ পিএম

এআই পারফরম্যান্স সহজ করতে গিগাবাইটের নতুন মাদারবোর্ড

ছবি: ভোরের কাগজ

   

বিশ্বখ্যাত মাদারবোর্ড, গ্রাফিক্স কার্ড এবং হার্ডওয়্যার প্রস্তুতকারী প্রতিষ্ঠান গিগাবাইট টেকনোলজি বাংলাদেশে তাদের নতুন AMD X870E/X870 মাদারবোর্ড উন্মোচন করেছে। বাংলাদেশের বাজারে গিগাবাইটের একমাত্র পরিবেশক স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড সোমবার (৩০ সেপ্টেম্বর) ঢাকায় এই মাদারবোর্ডগুলোর উদ্বোধন করে।

এআই চালিত উন্নত পারফরম্যান্স, প্রিমিয়াম তাপ নিয়ন্ত্রণ, পরবর্তী প্রজন্মের মেমোরি অপ্টিমাইজেশন, সহজ ডিআইওয়াই-বান্ধব ফিচার এবং অত্যাধুনিক বায়োস প্রযুক্তিসহ এই মাদারবোর্ডগুলো বিশেষভাবে ডিজাইন করা হয়েছে। গিগাবাইট X870E/X870 মাদারবোর্ডগুলো AMD Ryzen™ 9000 সিরিজের প্রসেসরের সম্পূর্ণ ক্ষমতা ব্যবহার করে গেমিং এবং অন্যান্য পারফরম্যান্সকে এআই যুগের উপযোগী করে তুলেছে। অনুষ্ঠানে গিগাবাইটের বাংলাদেশ কান্ট্রি ম্যানেজার খাজা মো. আনাস খান নতুন মাদারবোর্ডগুলোর বিভিন্ন বৈশিষ্ট্য নিয়ে বিশদ আলোচনা করেন।

এআই স্ন্যাচে উন্নত পারফরম্যান্স এক ক্লিকেই

গিগাবাইটের এক্স৮৭০ই/এক্স৮৭০ মাদারবোর্ডে অন্যতম আকর্ষণীয় ফিচার হলো AORUS AI SNATCH, যা ব্যবহারকারীদের এক ক্লিকেই সর্বোচ্চ পারফরম্যান্স নিশ্চিত করতে সাহায্য করে। এআই ইঞ্জিনের মাধ্যমে মেমোরি ও সিস্টেম পারফরম্যান্স বাড়ানো যায়, ফলে মাল্টিটাস্কিং এবং সিস্টেমের প্রসেসিং আরো বেশি উন্নত হয়। সহজ ইন্টারফেস ব্যবহার করে ব্যবহারকারীরা দ্রুত ও নিরাপদে ওভারক্লক করতে পারবেন।

উন্নত পারফরম্যান্স ও তাপ নিয়ন্ত্রণ

এই মাদারবোর্ডে DDR5 প্রযুক্তি এবং বিশেষ বায়োস ডিজাইন যুক্ত করা হয়েছে, যা ৮৬০০ MT/s পর্যন্ত মেমোরি পারফরম্যান্স নিশ্চিত করে। ২০টি পাওয়ার ফেজ এবং ১১০এ এসপিএস পাওয়ার ডিজাইনসহ এক্স৮৭০ই/এক্স৮৭০ মাদারবোর্ড ওভারক্লকিং এবং গেমিং পারফরম্যান্সকে আরো স্থিতিশীল ও উন্নত করে। এতে ব্যবহৃত DDR Wind Blade, ভেন্টেড ব্যাক প্যানেল এবং উন্নত তাপ নিয়ন্ত্রণ ব্যবস্থা সিস্টেমকে ঠান্ডা রাখতে সহায়তা করে, যা দীর্ঘ সময় ধরে পারফরম্যান্সকে শীর্ষে রাখতে কার্যকর।

সহজ ও ব্যবহারকারী-বান্ধব অ্যাসেম্বলি

গিগাবাইট X870E/X870 মাদারবোর্ডে ব্যবহারকারী-বান্ধব হার্ডওয়্যার এবং সফটওয়্যার ডিজাইন রয়েছে। M.2 EZ-Match ফিচার চৌম্বক সংযোগের মাধ্যমে হিটসিঙ্ক সংযোজন ও রক্ষণাবেক্ষণকে সহজ করে তোলে। এছাড়া, Wi-Fi EZ-Plug ডিজাইন এবং নতুন EZ-Debug Zone ব্যবহারকারীদের জন্য সহজতর ইনস্টলেশন এবং সমস্যা সমাধান প্রক্রিয়া নিশ্চিত করে।

সর্বোচ্চ সংযোগের সুবিধা

গিগাবাইটের এই মাদারবোর্ডগুলোতে পরবর্তী প্রজন্মের ওয়্যারড এবং ওয়্যারলেস নেটওয়ার্কিং সুবিধা, PCIe 5.0 স্টোরেজ এবং USB4 পোর্টের মাধ্যমে ব্যবহারকারীরা দ্রুত ফাইল ট্রান্সফার এবং উন্নত ভার্চুয়াল রিয়েলিটি অভিজ্ঞতা উপভোগ করতে পারবেন। Wi-Fi 7 প্রযুক্তি এবং GIGABYTE আল্ট্রা-হাই গেইন এন্টেনার সাহায্যে দ্রুতগতির ডাটা ট্রান্সফার এবং ভিআর অভিজ্ঞতা নিশ্চিত করা হয়েছে।

আরো পড়ুন: সাইবার আইনের ৫৮১৮ মামলা প্রত্যাহার হচ্ছে, মুক্তি পাচ্ছেন গ্রেপ্তার ব্যক্তিরা

খাজা মো. আনাস খান আরো বলেন, এই দুটি মাদারবোর্ড ব্যবহারকারীদের জন্য নতুন অভিজ্ঞতার দুয়ার খুলে দেবে। আমরা শিগগিরই এগুলো সারা দেশে সরবরাহ করব।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App