×

তথ্যপ্রযুক্তি

সেনা কল্যাণ ট্রাভেলসকে ডিজিটাল পেমেন্ট সুবিধা দেবে এসএসএলকমার্জ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৪, ০২:১৪ পিএম

সেনা কল্যাণ ট্রাভেলসকে ডিজিটাল পেমেন্ট সুবিধা দেবে এসএসএলকমার্জ

ছবি: ভোরের কাগজ

সেনা কল্যাণ সংস্থার উদ্যোগ ‘সেনা কল্যাণ ট্রাভেলস অ্যান্ড ট্যুরস’ গ্রাহকদের উন্নত সেবা দিতে আরো একধাপ এগিয়ে গেল। এখন থেকে গ্রাহকরা অনলাইনে পেমেন্ট দিয়েই সেবা নিতে পারবেন। এরই অংশ হিসেবে সোমবার দেশের শীর্ষ পেমেন্ট গেটওয়ে প্রদানকারী প্রতিষ্ঠান এসএসএলকমার্জের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে সেনা কল্যাণ ট্রাভেলস অ্যান্ড ট্যুরস। এই চুক্তির আওতায় সেনা কল্যাণ ট্রাভেলস অ্যান্ড ট্যুরস তাদের গ্রাহকদের কাছ থেকে নিরাপদে অনলাইনে পেমেন্ট গ্রহণ করতে পারবে, যা বুকিং এবং পেমেন্ট প্রক্রিয়া আরো সহজতর ও সুবিধাজনক করবে।

রাজধানীর মহাখালীতে অবস্থিত এসকেএস টাওয়ারে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসএসএলকমার্জের পরিচালক রাইয়ান এস. ইসলাম এবং সেনা কল্যাণ ট্রাভেলস অ্যান্ড ট্যুরসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ সালাহউদ্দিন আহমেদ। 

এ সময় আরো উপস্থিত ছিলেন এসএসএলকমার্জের পক্ষে এসএসএল সেনটিনেলের সিইও এস. এম. রাইহান রশীদ, ই-কমার্স সার্ভিসেস বিভাগের প্রধান মো. সাগীর আহমেদ, সহকারী ব্যবস্থাপক মৌটুসি হিনা হান্নান এবং এক্সিকিউটিভ ফারহাতুল হাসান নোভেল। অন্যদিকে সেনা কল্যাণ ট্রাভেলস অ্যান্ড ট্যুরসের পক্ষে উপস্থিত ছিলেন উপ-মহাব্যবস্থাপক মেজর মোহাম্মদ মহসিনুল হক চৌধুরী এবং অফিসার ইনচার্জ বাশার আব্দুল্লাহ। 

অনুষ্ঠানে জানানো হয়, এই পার্টনারশিপ সেনা কল্যাণ ট্রাভেলস অ্যান্ড ট্যুরসের ডিজিটাল রূপান্তরের ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য পদক্ষেপ হিসেবে কাজ করেছে। প্রতিষ্ঠানটি ভ্রমণকারীদের জন্য আরো নিরাপদ, নিরবচ্ছিন্ন এবং ব্যবহারবান্ধব সেবা প্রদানে সক্ষম হবে বলে আশা করা হয়। এসএসএলকমার্জের পক্ষে পরিচালক রাইয়ান এস. ইসলাম বলেন, এসএসএলকমার্জ সর্বদা আধুনিক পেমেন্ট সমাধান প্রদান করছে এবং ডিজিটালি সংযুক্ত বাংলাদেশের লক্ষ্য পূরণের জন্য কাজ করে যাচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সব অস্ত্র এখনো উদ্ধার করতে পারিনি, চেষ্টা করছি: স্বরাষ্ট্র উপদেষ্টা

সব অস্ত্র এখনো উদ্ধার করতে পারিনি, চেষ্টা করছি: স্বরাষ্ট্র উপদেষ্টা

খাগড়াছড়িতে ইউপিডিএফ-জেএসএস গোলাগুলি: নিহত ৪

খাগড়াছড়িতে ইউপিডিএফ-জেএসএস গোলাগুলি: নিহত ৪

আমরা রাতের আঁধারে কিছু করতে চাই না : সিইসি

আমরা রাতের আঁধারে কিছু করতে চাই না : সিইসি

শান্তি প্রতিষ্ঠায় পাকিস্তানের ভূমিকাতে সন্তুষ্ট যুক্তরাষ্ট্র

শান্তি প্রতিষ্ঠায় পাকিস্তানের ভূমিকাতে সন্তুষ্ট যুক্তরাষ্ট্র

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App