নচ ও চার ক্যামেরার নতুন ফোন আনছে হুয়াওয়ে

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০৫ জুলাই ২০১৮, ০১:২৩ পিএম

নতুন আরেকটি ফোন আনতে যাচ্ছে স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান হুয়াওয়ে।চলতি মাসের ১৮ তারিখ হুয়াওয়ে নোভা ৩ ফোনটি উন্মোচন করা হবে। ডিভাইসটিতে কী থাকবে তা না জানালেও টিনার পাওয়া গেছে ফোনটির তথ্য।এদিকে হুয়াওয়ের উইবো আইডিতে ডিভাইসটির একটি টিজার ছবি প্রকাশ করা হয়েছে।
ছবিতে দেখা যায়, এতে রয়েছে নচ ডিসপ্লে। সামনে ও পিছনে রয়েছে ডুয়েল ক্যামেরা সেটআপ। এটি হতে পারে প্রথম নচ ডিসপ্লের ডুয়েল সেলফি ক্যামেরার ফোন।
ডিভাইসটির পিছনের অংশের মাঝামাঝিতে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।সেলফি ও ভিডিও চ্যাটের জন্য সামনে থাকতে পারে ২৪ ও ২ মেগাপিক্সেলের ডুয়েল।
পিছনে ফ্ল্যাশসহ ১৬ ও ২৪ মেগাপিক্সেল ডুয়েল ক্যামেরা থাকবে।২.৩৬ গিগাহার্টজ অক্টাকোর কিরিন ৬৫৯ প্রসেসরের পাশাপাশি মিলবে ৬ গিগাবাইট র্যাম।৬.৩ ইঞ্চি ফুল এইচডি ডিসপ্লের ফোনটিতে অপারেটিং সিস্টেম হিসেবে থাকবে অ্যান্ড্রয়েড ৮.১ ওরিও।
ব্যাকআপ সুবিধা দিতে মিলবে ৩ হাজার ৬৫০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি।উল্লেখ্য কয়েক মাসে আগে উন্মোচন করা নোভা ৩ই এর পরবর্তী সংস্করণ এটি। ফোনটির মূল্য সম্পর্কে কোন তথ্য এখনো জানা যায়নি।