মধ্যনগরের ওসি সজীব রহমানকে জনস্বার্থে বদলি

মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি :
প্রকাশ: ২৪ মে ২০২৫, ০৯:৫৫ পিএম

ছবি: ভোরের কাগজ
সুনামগঞ্জের মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সজীব রহমানকে জনস্বার্থে বদলি করা হয়েছে। শুক্রবার (২৩ মে) রাতে পুলিশ হেডকোয়ার্টারের দায়িত্বশীল সূত্র এ তথ্য নিশ্চিত করেন। অ্যাডিশনাল আইজি (অ্যাডমিনিষ্ট্রেশন) মো. মতিউর রহমান শেখ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে গেল ১৪ মে পুলিশের সিলেট রেঞ্জের সুনামগঞ্জ জেলার মধ্যনগর থানার ওসি মো. সজীব রহমানকে পুলিশের ময়মনসিংহ রেঞ্জে জনস্বার্থে বদলি করা হয়।
এদিন রাতে পুলিশ হেডকোয়ার্টারের দায়িত্বশীল সূত্র জানায়, বদলিকৃত মধ্যনগর থানার ওসি সজীব রহমানকে আপাতত ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি অফিসে সংযুক্ত করা হয়েছে। পুলিশের অন্য কোনো ইউনিটে তাকে পদায়ন করা হয়নি।
সুনামগঞ্জ জেলা পুলিশ সুপার কার্যালয় সূত্র ওসি সজীব রহমানের বদলির আদেশ পুলিশ সুপারের কার্যালয়ে পৌঁছেছে বলে জানিয়েছে। তবে নতুন ওসি দ্বায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত ওসি সজীব রহমানই মধ্যনগর থানায় দ্বায়িত্ব পালন করবেন।
শনিবার (২৪ মে) সকালে এ প্রতিবেদককে মধ্যনগর থানার ওসি সজীব রহমান মধ্যনগর থানা থেকে তাকে জনস্বার্থে পুলিশের ময়মনসিংহ রেঞ্জে বদলির বিষয়টি অবগত হয়েছেন বলে নিশ্চিত করেন। এসময় তিনি বলেন, বদলির চিঠি আসলেই চলে যেতে হবে এমন কোনো বিষয় নেই। আমি যাচ্ছি না, মধ্যনগরেই থাকছি।
উল্লেখ্য, ওসি সজীব রহমান গত ২০২৪ সালের ১৯ সেপ্টেম্বর মধ্যনগর থানায় যোগদান করেন। যোগদানের পরেই বন্ধ থাকা সীমান্তের চোরাকারবার চালু, বিভিন্ন জলমহাল দখলে সহযোগিতা, বেপরোয়া গ্রেফতার বাণিজ্য, সড়ক ও নৌপথে চাঁদাবাজি, গণহয়রানিসহ নানা অভিযোগে বিভিন্ন সময়ে তিনি বেশ কয়েকটি জাতীয় ও স্থানীয় গণমাধ্যমে সংবাদের শিরোনাম হন। ফলে বর্তমান কর্মস্থল মধ্যনগরে তিনি বিতর্কিত একজন পুলিশ কর্মকর্তা হিসেবে পরিচিত।
এছাড়া চলতি বছরের শুরুর দিকে মধ্যনগর সীমান্তের চোরাকারবারে ওসি'র সংশ্লিষ্টতা ও অসদাচরণের অভিযোগ করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বরাবরে লিখিত প্রতিবেদন প্রেরণ করেন মধ্যনগর উপজেলার দ্বায়িত্বে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট।
জানা গেছে, সজীব রহমান মধ্যনগর থানায় ওসি হিসেবে যোগদানের পূর্বে শেরপুর জেলা পুলিশ ফাঁড়ির ইনচার্জ হিসেবে কর্মরত ছিলেন। ২০০৫ সালে তিনি বাংলাদেশ পুলিশ বাহিনীতে উপ-পরিদর্শক (এসআই) পদে যোগদান করেন।