শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজে সমতায় ফিরলো টাইগাররা

কাগজ ডেস্ক
প্রকাশ: ০৫ জুলাই ২০২৫, ১১:১০ পিএম

ছবি: সংগৃহীত
কলম্বোতে টানটান উত্তেজনায় ভরা দ্বিতীয় ওয়ানডে ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে সমতায় ফিরল বাংলাদেশ। স্বাগতিকদের তারা হারিয়েছে ১৬ রানে।
এদিন প্রথমে টসে জিতে ব্যাট করতে নেমে ৪৫.৫ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২৪৮ রানের মাঝারি সংগ্রহ পায় বাংলাদেশ। দলের পক্ষে সর্বোচ্চ রান করেন ওপেনার পারভেজ হোসাইন ইমন। তার ব্যাট থেকে আসে ৬৭ রান। দ্বিতীয় সর্বোচ্চ ৫১ রান করেন তৌহিদ হৃদয়।
২৪৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ২৩২ রানে থেমে যায় স্বাগতিক শ্রীলংকার ইনিংস। ফলে ১৬ রানের জয় নিয়ে মাঠ ছাড়েন শান্ত-মিরাজরা। ইনিংসে শ্রীলঙ্কার পক্ষে সর্বোচ্চ রান আসে মিডল অর্ডার ব্যাটার জানিথ লিয়ানাগের ব্যাট থেকে। ৭৮ রান করেন তিনি। দ্বিতীয় সর্বোচ্চ ৫৬ রান করেন কুশাল মেন্ডিস। কামিন্ডু মেন্ডিস করেন ৩৬ রান।
মাঝারি লক্ষ্য তাড়া করে লংকানদের ধীরে ধীরে জয়ের বন্দরে নিয়ে যাচ্ছিলেন জানিথ লিয়ানাগে। ভয়ংকর হয়ে উঠেছিলেন তিনি। টাইগার বোলারদের সমানে পিটিয়ে ব্যবধান কমিয়ে জয়ের আশা জাগান এই ব্যাটার।
কিন্তু লিয়ানাগের সেই আশা ভঙ্গ করেন বা-হাঁতি পেসার মোস্তাফিজুর রহমান। ইনিংসের ৪৮তম ওভারের দ্বিতীয় বলে কট অ্যান্ড বোল্ড করে লিয়ানাগেকে প্যাভিলিয়নে পাঠান মোস্তাফিজ।
আজকের ইনিংসে বল হাতে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৫ উইকেট নেন বাঁহাতি স্পিনার তানভীর ইসলাম। দুটি উইকেট নেন পেসার তানজিম হাসান সাকিব। একটি করে সিংহ শিকার করেন মেহেদী হাসান মিরাজ, শামীম হোসাইন ও মোস্তাফিজুর রহমান।
এদিন ক্যারিয়ারে পাঁচ লংকার ব্যাটারকে সাজঘরে ফিরে ম্যাচসেরার পুরস্কার জিতে নেন বাংলোদেশি স্পিনার তানভীর ইসলাম। এই সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে আগামী ৮ জুলাই পাল্লেকেলেতে মুখোমুখি লড়াইয়ে নামবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। সেদিনই নির্ধারিত হবে কাদের হাতে উঠবে জয়ের ট্রফি।