শতবর্ষ পার হয়ে

প্রকাশ: ১৫ আগস্ট ২০২১, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
শতবর্ষ পার হয়ে আজো পথ হাঁটিতেছো পৃথিবীর পথে,
শতবর্ষ পার হয়ে তুমি চিরকাল ত্রসরেণু অনন্তবাংলায়;
লালসবুজের সুখ বুকে ধরে চরাচরে অনঙ্গের রথে
জেগে আছো লোক থেকে লোকান্তরে জয়তী যাত্রায়
জাতিসন্তানের মুখে মুখ রেখে; মোহনায় রাখালিয়া বাঁশি,
চরে চরে পাখপাখালির হাসি; ঘরে ঘরে জেলেজোলাচাষি-
সব ধর্ম-কর্ম আর পেশার মানুষ; এ বাংলায় সবাই বাঙালি;
বুকে বুকে স্বাধীনতা; গিরি সমতল থেকে দ্বীপ রাঙাবালি,
পঞ্চগড় থেকে দরিয়ানগর, সফেন সমুদ্র থেকে জাফলং,
এ মাটি রেখেছে ধরে সব বীজ, শস্যকণা, ঋতু আর রঙ
যেহেতু কাণ্ডারি তুমি সর্ব-জন্মে এ বাংলার সোনার তরীর,
তুমিই তো স্বাধীনতা, তুমিই তো জাতিপিতা, আলোকশরীর।
তোমার সোনার বাংলা সময়ের রাখী হাতে সতত সফেন;
তরঙ্গে তরঙ্গে পাল, সপ্তডিঙা মধুকর যায় সব দরিয়ায়;
তোমার আলোক বুকে বাঙালি ধরেছে আজ পৃথিবীর ট্রেন;
মুহূর্ত-শাম্পানে চড়ে পাড়ি দেয় দেশে দেশে সব সীমানায়;
বাঙালি বৈশ্বিক জাতি,- জন্মসূত্রে এই বিশ্ব স্বয়ং-সাকিন;
তুমি সব মানুষের বন্ধু, বাঙালির জাতিপিতা,- অনন্ত-স্বাধীন।