ড. ইউনূসকে ‘জাতীয় সংস্কারক’, সাঈদ-মুগ্ধদের ‘জাতীয় শহীদ’ ঘোষণা কেন নয়

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৪ জুলাই ২০২৫, ০৭:৩৬ পিএম

ছবি: সংগৃহীত
নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে ‘জাতীয় সংস্কারক’ ঘোষণার কেন নির্দেশ দেয়া হবে না এবং আবু সাঈদ, মুগ্ধ ও ওয়াসিমসহ চব্বিশের গণ-অভ্যুত্থানে নিহতের প্রকৃত তালিকা প্রকাশ করে তাদের 'জাতীয় শহীদ' হিসেবে ঘোষণার কেন নির্দেশ দেয়া হবে না-তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
সোমবার (১৪ জুলাই) এ সংক্রান্ত এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি সৈয়দ জাহেদ মনসুরের সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ এ আদেশ দেন। সহকারী অ্যাটর্নি জেনারেল ইকরামুল কবির বাসসকে আদালতের আদেশের বিষয়টি জানান।
অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে জাতীয় সংস্কারক ঘোষণা, ২৪-এর অভ্যুত্থানে নিহতদের প্রকৃত তালিকা প্রকাশ এবং তাদের ‘জাতীয় শহীদ’ হিসেবে ঘোষণার নির্দেশনা চেয়ে ঢাকা সাংবাদিক ইউনিয়নের সদস্য ইমদাদুল হক (হোয়াইট ম্যান) হাইকোর্টে রিটটি দায়ের করেন। এর আগে বিষয়টি নিয়ে সংশ্লিষ্টদের প্রতি গত ২৫ জানুয়ারি লিগ্যাল নোটিশ প্রেরণ করেন ইমদাদুল হক।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ আলী জিন্নাহ। রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শফিকুর রহমান ও সহকারী অ্যাটর্নি জেনারেল ইকরামুল কবির। জনপ্রশাসন সচিব, প্রতিরক্ষা সচিব, মন্ত্রিপরিষদ সচিব, আইন সচিব, তথ্য ও সম্প্রচার সচিব, অর্থ সচিবকে রিটে বিবাদী (রেসপেনডেন্ট) করা হয়েছে।
অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। চব্বিশের ৮ আগস্ট অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেন। চব্বিশের ৫ আগস্ট গণঅভ্যুত্থানে পতন হয় টানা সাড়ে ১৫ বছরের আওয়ামী শাসনের। ওই দিনই পদত্যাগ করে ভারতে পালিয়ে যান ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা।