×

জাতীয়

চিন্ময় কৃষ্ণ গ্রেপ্তার, প্রতিবাদে ডিবি কার্যালয়ের সামনে ধর্মীয় নেতারা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৪, ০৯:৫০ পিএম

চিন্ময় কৃষ্ণ গ্রেপ্তার, প্রতিবাদে ডিবি কার্যালয়ের সামনে ধর্মীয় নেতারা

চিন্ময় কৃষ্ণ দাস। ছবি: ভোরের কাগজ

   

বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তারের প্রতিবাদে রাজধানীর ডিবি কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছেন সনাতনী ধর্ম নেতারা। দ্রুত সময়ের মধ্যে চিন্ময় কৃষ্ণকে ছাড়া না হলে তারা শাহবাগে অবস্থান নেবেন বলে জানিয়েছেন।

সোমবার (২৫ নভেম্বর) সন্ধ্যা পৌনে ৭টার দিকে সনাতনী জাগরণ মঞ্চের ৩০-৪০ জন নেতা মিন্টো রোডের ডিবি কার্যালয়ের সামনে জড়ো হন। এর আগে বিকেলে শাহজালাল বিমানবন্দর থেকে বাংলাদেশ পুলিশের বিশেষায়িত গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তার করে।

তাকে গ্রেপ্তারের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ঢাকা মহানগর ডিবি পুলিশ প্রধান রেজাউল করিম মল্লিক।

চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র ও চট্টগ্রামের পুণ্ডরীক ধামের অধ্যক্ষ। তিনি ইসকনের নেতা ছিলেন। গত জুলাইয়ে তাকে ইসকন থেকে বহিষ্কার করা হয়।

আরো পড়ুন: ইসকন নেতা চিন্ময় দাসকে গ্রেপ্তার নিয়ে যা বললেন প্রেস সচিব

ইসকনের কার্যনির্বাহী কমিটির এক সদস্য নাম প্রকাশ না করা শর্তে বলেন, চিন্ময় কৃষ্ণ দাসকে শৃঙ্খলা ভঙ্গের দায়ে গত জুলাইয়ে ইসকন থেকে বহিষ্কার করা হয়েছে।

আওয়ামী লীগ সরকার পতনের পর বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চ গত ২৫ অক্টোবর চট্টগ্রামে সমাবেশ করে। চিন্ময় কৃষ্ণ দাশ এই মঞ্চেরও মুখপাত্র। ওই সমাবেশের পরপরই চিন্ময় কৃষ্ণ দাশের বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগ এনে চট্টগ্রামে একটি রাষ্ট্রদ্রোহের মামলা করেন বিএনপি নেতা ফিরোজ খান। যদিও পরে ফিরোজ খানকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়।

সম্প্রতি বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চ ও বাংলাদেশ সম্মিলিত সংখ্যালঘু জোট নামে দুটি সংগঠন ‘বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের’ ব্যানারে কর্মসূচি পালন শুরু করে। নতুন এই জোটের মুখপাত্র করা হয় চিন্ময় কৃষ্ণ দাশকে। সম্প্রতি এই জোট আট দফা দাবিতে রংপুরে সমাবেশ করেছে।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App