চাকরিতে প্রবেশসীমা: ৩৫ প্রত্যাশীদের নতুন কর্মসূচি ঘোষণা

কাগজ ডেস্ক
প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৪, ০৭:১৯ পিএম

আগামী ২৩ নভেম্বর এ মহাসমাবেশ হবে। ছবি : সংগৃহীত
সরকারি চাকরিতে প্রবেশের বয়স ৩৫ বছরে উন্নীত করার দাবিতে মহাসমাবেশের ডাক দিয়েছেন আন্দোলনকারীরা। আগামী ২৩ নভেম্বর এ মহাসমাবেশ হবে বলে জানিয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। এছাড়া শুক্র ও শনিবার শাহবাগ ও জাতীয় প্রেসক্লাবে অবস্থান কর্মসূচি পালন করবেন তারা।
সোমবার (৪ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সার্বভৌমত্ব আন্দোলনের ব্যানারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন ‘চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫-প্রত্যাশী সাধারণ শিক্ষার্থী সমন্বয় পরিষদ’ নেতা আল-আমিন রাজু।
‘চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫-প্রত্যাশী সাধারণ শিক্ষার্থী সমন্বয় পরিষদ’ এ নেতা বলেন, আগামী ২৩ নভেম্বর ঢাকায় সমাবেশ হবে। এতে ৬৪ জেলা থেকে ৩৫ প্রত্যাশীরা আসবেন। এর আগে প্রতি শুক্র ও শনিবার অবস্থান কর্মসূচি চলবে।
রাজু বলেন, ‘উপদেষ্টারা ৩৫ নিয়ে টালবাহানা করছেন। তারা ৩২ বছর করে রেখে দিয়েছেন। এদিকে পুলিশ স্বৈরাচারী আচরণ করছে। শান্তিপূর্ণ সমাবেশে তারা হামলা করেছে।
তিনি বলেন, চাকরিতে প্রবেশের বয়সসীমা ঠিক করতে পর্যালোচনা কমিটির সুপারিশই ঠিক ছিল। কিন্তু তা বাদ দিয়ে তারা অযৌক্তিক সিদ্ধান্ত নিয়েছে।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন এম আলম মুরাদ, শামীম রেজা, উজ্জ্বল প্রমুখ।
আরো পড়ুন : বয়সসীমা ৩২ প্রত্যাখ্যান, আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা ৩৫ প্রত্যাশীদের