জাপার যুগ্ম আহ্বায়ক হলেন ডা. কে আর ইসলাম ও ক্বারী হাবিবুল্লাহ বেলালী

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২০ অক্টোবর ২০২২, ১০:২০ পিএম


ক্বারী হাবিবুল্লাহ বেলালী (বামে) ও ডা. কে আর ইসলাম (ডানে)
জাপার সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম আহ্বায়ক হলেন ডা. কে আর ইসলাম ও ক্বারী হাবিবুল্লাহ বেলালী।
আসন্ন ২৬ নভেম্বর জাতীয় পার্টির ১০ম জাতীয় সম্মেলন সফল করার লক্ষ্যে গঠিত প্রস্তুতি কমিটির সদস্য ডা. কে আর ইসলাম ও ক্বারী হাবিবুল্লাহ বেলালীকে পদোন্নতি দিয়ে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে।
বৃহস্পতিবার (২০ অক্টোবর) বিকেলে ব্যাংকক থেকে টেলিফোনে তাদের পদোন্নতির বিষয়ে অনুমতি দিয়ে পত্র জারির আদেশ করেছেন জাতীয় সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক ও সংসদের বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ।
পদোন্নতিপত্রে বলা হয়েছে, এ আদেশ অবিলম্বে কার্যকরের নির্দেশনা দেয়া হলো।