×

আইন-বিচার

হত্যাচেষ্টা মামলায় জামিন পেলেন অভিনেত্রী শমী কায়সার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১১ আগস্ট ২০২৫, ০১:১৮ পিএম

হত্যাচেষ্টা মামলায় জামিন পেলেন অভিনেত্রী শমী কায়সার

জনপ্রিয় অভিনেত্রী শমী কায়সার। ছবি : সংগৃহীত

বৈষম্যবিরোধী আন্দোলনের সময় শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় দায়ের হওয়া হত্যাচেষ্টা মামলায় জামিন পেয়েছেন জনপ্রিয় অভিনেত্রী শমী কায়সার। সোমবার (১১ আগস্ট) হাইকোর্টের দ্বৈত বেঞ্চ থেকে তাকে জামিন মঞ্জুর করা হয়েছে।

গত ৯ এপ্রিল ঢাকার উত্তরা এলাকায় টঙ্গী সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্র জুবায়ের হাসান ইউসুফকে হত্যাচেষ্টার অভিযোগে শমী কায়সারের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন ঢাকার সিএমএম আদালত।

মামলার তথ্য অনুযায়ী, গত ৪ আগস্ট টঙ্গী সরকারি কলেজের ওই ছাত্র জুবায়ের হাসান বৈষম্যবিরোধী আন্দোলনে অংশগ্রহণ করছিলেন। আন্দোলনের সময় উত্তরা পূর্ব থানার আজমপুর এলাকায় মিছিল চলাকালে হামলাকারীদের ছোড়া গুলির একটি তার বাঁ কাঁধে লাগে। ঘটনাস্থলেই সে মাটিতে লুটিয়ে পড়ে। পরে চিকিৎসাধীন হয়ে সুস্থ হন।

জুবায়ের ২২ আগস্ট উত্তরা পূর্ব থানায় ১১ জনের নাম উল্লেখসহ ১৫০-২০০ অজ্ঞাত আসামির বিরুদ্ধে মামলা দায়ের করেন। যেখানে শমী কায়সারের নামও রয়েছে।

এর আগে, গত ৮ ডিসেম্বর একই মামলায় হাইকোর্টে জামিনের আবেদন করেন শমী কায়সার এবং ৩ মাসের জামিন পান। কিন্তু পরবর্তীতে আপিল বিভাগ ১২ ডিসেম্বর ওই জামিন স্থগিত করে।

গত ৫ নভেম্বর রাতে উত্তরা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এরপর ইশতিয়াক মাহমুদ হত্যাচেষ্টা মামলায় রিমান্ডে পাঠানো হয় তাকে।


টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নির্বাচনে কাকে ভোট দেবেন, সিদ্ধান্ত নেননি ৪৮ শতাংশ মানুষ: জরিপ

নির্বাচনে কাকে ভোট দেবেন, সিদ্ধান্ত নেননি ৪৮ শতাংশ মানুষ: জরিপ

ভার্চুয়ালি হাজিরা দিলেন সালমান-আনিসুল-পলকসহ ১১ আসামি

ভার্চুয়ালি হাজিরা দিলেন সালমান-আনিসুল-পলকসহ ১১ আসামি

ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিচ্ছে অস্ট্রেলিয়া

ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিচ্ছে অস্ট্রেলিয়া

নির্বাচনে ৮০ হাজারের বেশি সেনা সদস্য মোতায়েন থাকবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

নির্বাচনে ৮০ হাজারের বেশি সেনা সদস্য মোতায়েন থাকবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App