×

আইন-বিচার

সাবেক এমপি মোস্তাফিজুর ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৪, ১০:১৯ পিএম

সাবেক এমপি মোস্তাফিজুর ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

চট্টগ্রাম-১৬ আসনের সাবেক সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরী। ছবি: সংগৃহীত

   

চট্টগ্রাম-১৬ আসনের সাবেক সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরী ও তার স্ত্রী শাহীন আক্তার চৌধুরীর দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে সম্প্রতি এই আদেশ দেয়া হয়। মঙ্গলবার (১৫ অক্টোবর) দুদকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।

দুদকের আবেদনে উল্লেখ করা হয়েছে, সাবেক সংসদ সদস্য মোস্তাফিজুর রহমানের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও নানা অনিয়ম-দুর্নীতির মাধ্যমে শত শত কোটি টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। তার ও তার স্ত্রীর বিরুদ্ধে অনুসন্ধান চলমান থাকায় তারা যে কোনো সময় দেশ ত্যাগ করতে পারেন বলে দুদক আশঙ্কা করছে। এ কারণে তাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দেওয়া অত্যন্ত জরুরি হয়ে পড়েছে।

এর আগে, গত ১৮ সেপ্টেম্বর দুদক সাবেক সংসদ সদস্য মোস্তাফিজুর রহমানের বিরুদ্ধে দুর্নীতির অনুসন্ধান শুরুর সিদ্ধান্ত নেয়। এ অনুসন্ধানের জন্য দুদকের উপপরিচালক মুর্তুজা-আল-মাহমুদের নেতৃত্বে তিন সদস্যের একটি তদন্ত দল গঠন করা হয়। দলের অন্যান্য সদস্যরা হলেন সহকারী পরিচালক মো. ফয়সাল কাদের ও উপ-সহকারী পরিচালক মো. আবদুল্লাহ আল মামুন।

দুদকের অনুসন্ধান চলমান থাকা অবস্থায় বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান থেকে অভিযোগ সংশ্লিষ্ট নথিপত্র সংগ্রহ করা হচ্ছে। এ পর্যন্ত ১৫৪টি সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান থেকে প্রয়োজনীয় নথিপত্র চেয়ে চিঠি দেয়া হয়েছে। এর মধ্যে জাতীয় সংসদ, বাঁশখালী উপজেলা নির্বাহী অফিস, ভূমি অফিস, রাজউক, চট্টগ্রাম সিটি কর্পোরেশনসহ ৩০টি সরকারি প্রতিষ্ঠান, ৭৯টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান এবং ৪৫টি ডেভেলপমেন্ট কোম্পানি অন্তর্ভুক্ত রয়েছে।

অভিযোগ অনুযায়ী, মোস্তাফিজুর রহমান চৌধুরী ২০১৪ সালের জাতীয় সংসদ নির্বাচনের হলফনামায় বার্ষিক আয়ের তথ্য অনুযায়ী তার আয় ছিল মাত্র ১৫ হাজার টাকা। কিন্তু ২০২৪ সালে তার আয় বেড়ে দাঁড়িয়েছে ৩২ লাখ ৬৮ হাজার ৪৬৫ টাকায়। তার নামে একটি টয়োটা প্রাডো জিপ ও একটি টয়োটা ল্যান্ডক্রুজার স্টেশন ওয়াগন রয়েছে, যার মূল্য যথাক্রমে ৩৭ লাখ ২০ হাজার টাকা এবং ৮৪ লাখ ৭৫ হাজার টাকা।

আরো পড়ুন: ডিমের আমদানি শুল্ক কমলো

তার পৈত্রিক সূত্রে প্রাপ্ত জমি ছাড়াও রাজউকের ৩ কাঠার প্লট, ১৪ গণ্ডা অকৃষি জমি, চার কাঠার প্লট এবং চকবাজার সুপার মার্কেটে একটি দোকান রয়েছে। তার স্ত্রীর নামে ৫ তলা বিশিষ্ট একটি বাড়ি ও ঢাকার কাফরুলে ১৮৭২ বর্গফুটের একটি ফ্ল্যাট রয়েছে।

দুদক এসব তথ্যের ভিত্তিতে তাদের দেশত্যাগ রোধে আদালতে আবেদন করে এবং আদালত সেটি মঞ্জুর করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বেসিসে প্রশাসক নিয়োগে আদালতের নিষেধাজ্ঞা

বেসিসে প্রশাসক নিয়োগে আদালতের নিষেধাজ্ঞা

৯ মাসেও সাইবার নিরাপত্তা আইন বাতিল না হওয়ায় উদ্বেগ

৯ মাসেও সাইবার নিরাপত্তা আইন বাতিল না হওয়ায় উদ্বেগ

এবার শেখ হাসিনার বিরুদ্ধে অবৈধ সম্পদের অনুসন্ধান শুরু

এবার শেখ হাসিনার বিরুদ্ধে অবৈধ সম্পদের অনুসন্ধান শুরু

নুসরাত ফারিয়া বিমানবন্দরে আটক

নুসরাত ফারিয়া বিমানবন্দরে আটক

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App