ইরানের ৬ প্রেসিডেন্ট প্রার্থী মুখোমুখি হলেন টেলিভিশন বিতর্কে

কাগজ ডেস্ক
প্রকাশ: ১৮ জুন ২০২৪, ০৮:৫৪ পিএম

ছবি: দ্যা ন্যাশনাল নিউজ
ইরানের প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে প্রথমবারের মতো টেলিভিশন বিতর্কে মুখোমুখি হলেন দেশটির ৬ প্রার্থী। চলতি মাসের ২৮ তারিখে অনুষ্ঠেয় এ নির্বাচনের আগে সোমবার (১৭ জুন) রাষ্ট্রীয় টিভিতে চার ঘণ্টার ম্যারাথন বিতর্কে অংশ নেন তারা। বার্তা সংস্থা এপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
ওই বিতর্ক অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা বিশ্বের নানা মুখি অর্থনৈতিক চাপ ও নিষেধাজ্ঞার বলয় থেকে দেশের অর্থনীতিকে পুনরুদ্ধারসহ চাঙ্গা রাখার উপায় নিয়ে নিজেদের পরিকল্পনা তুলে ধরেন প্রার্থীরা। ছয় প্রার্থীই নিষেধাজ্ঞা প্রত্যাহারে চেষ্টার আশ্বাস দিয়ে বক্তব্য দেন। প্রয়োজনে ইরানের অর্থনীতিতে সংস্কারের কথাও বলেন তারা।
এদিকে জাতীয় নির্বাচনকে সামনে রেখে প্রার্থীদের মধ্যে মোট পাঁচটি বিতর্ক আয়োজনের পরিকল্পনা আছে তেহরানের। চূড়ান্ত লড়াইয়ের জন্য টিকে থাকা ছয় প্রার্থীর মধ্যে পাঁচজনই কট্টরপন্থী হিসেবে পরিচিত। এখন পর্যন্ত যাদের মধ্যে ফেভারিট মনে করা হচ্ছে তেহরানের সাবেক মেয়র মোহাম্মদ বাঘের কালিবাফকে। সংস্কারপন্থী হলেও সমানে সমান লড়ে যাচ্ছেন হার্ট সার্জন মাসুদ পেজেশকিয়ান।
আরো পড়ুন: যে কারণে কোরবানি ছাড়াই ঈদ করতে হলো নাইজেরিয়ার লাখো মুসলিমের
প্রসঙ্গত, গত ১৯ মে আজারবাইজানের সীমান্তবর্তী এলাকা জোলফায় ভয়াবহ হেলিকপ্টার দুর্ঘটনা হয়। দুর্ঘটনায় মারা যান ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি, দেশটির পররাষ্ট্রমন্ত্রী, পূর্ব আজারবাইজানের গভর্নরসহ অনেকে। রাইসির মৃত্যুর পর ইরানের সংবিধান অনুসারে ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মোখবার (৬৮) দেশটির অন্তর্বর্তীকালীন রাষ্ট্রপতি হন।
রাইসি নিহত হওয়ায় শুন্য হয় ইরানের প্রেসিডেন্টের পদ। তার স্থলাভিষিক্ত হতেই আগামী ২৮ জুন ইরানে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে।