যুক্তরাষ্ট্র ছাড়তে হবে ১০ লাখের বেশি শিক্ষার্থীকে!

nakib
প্রকাশ: ০৮ জুলাই ২০২০, ০৩:১৩ পিএম

সমাবর্তনে শিক্ষার্থীরা
বিশ্বের বিভিন্ন দেশ থেকে অভিবাসী প্রবেশ বন্ধের পর এখন শিক্ষার্থীদের দেশ ত্যাগের সিদ্ধান্ত নিচ্ছে যুক্তরাষ্ট্র। দেশটিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের যেসব বিশ্ববিদ্যালয়গুলো শুধু অনলাইন ক্লাস নেয়ার সিদ্ধান্ত নিবে সেসব প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের তাদের নিজ নিজ দেশে চলে যেতে হবে বলে ঘোষণা দেয়া হয়। সোমবার (৬ জুন) রাতে দেশটিরে ইমিগ্রেশন কর্তৃপক্ষ এ তথ্য জানায়।
অমেরিকার প্রথম সারির হারভার্ড, প্রিন্সটন বিশ্ববিদ্যালয়সহ বেশ কিছু প্রতিষ্ঠান এ করেনার সময়ে অনলাইনে ক্লাস নেয়ার ঘোষনা দিয়েছে। ফলে এসব প্রতিষ্ঠানে অধ্যয়নরত শিক্ষার্থীদের দেশে ফিরে আসার একটি সংকট তৈরী হয়েছে। দেশটিতে বিদেশী শিক্ষার্থী হিসেবে অধ্যয়ন করা ১০ লাখ তরুণের মধ্যে ৫২ শতাংশ ছাত্র-ছাত্রী ভারত ও চীনের।
এ সিদ্ধান্ত বাস্তবায়ন করতে গেলে ১০ লাখ শিক্ষার্থীর শিক্ষ জীবনে এর প্রভাব পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। ২০১৮-১৯ সালের কনভোকেশনের দেশটিতে বিদেশ থেকে আগত ১০ লাখের বেশি শিক্ষার্থী অংশগ্রহণ করেছেল। যাদের অধিকাংশের আগমন ঘটেছিল এশিয়ান দেশগুলো থেকে। তবে ইউরোপ থেকে খুব কম শিক্ষার্থী যুক্তরাষ্ট্রে পাড়ি জমায়।