×

বীমা

দুর্বৃত্তের গুলিতে নিহত যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় বিমা কোম্পানির প্রধান

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৫ ডিসেম্বর ২০২৪, ১০:৫৭ এএম

দুর্বৃত্তের গুলিতে নিহত যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় বিমা কোম্পানির প্রধান

‘ইউনাইটেড হেলথ কেয়ার’র প্রধান ব্রায়ান থম্পসন: ছবি সংগৃহীত

   

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ম্যানহাটানে দেশটির সবচেয়ে বড় বেসরকারি বিমা প্রতিষ্ঠান ‘ইউনাইটেড হেলথ কেয়ার’র প্রধান ব্রায়ান থম্পসনকে গুলি করে হত্যা করা হয়েছে। স্থানীয় সময় বুধবার (০৪ ডিসেম্বর) ভোরের দিকে ম্যানহাটানের হিলটন হোটেলের বাইরে এ ঘটনা ঘটে। এসময় পেছন থেকে ব্রায়ানকে গুলি করা হয়। তার শরীরের পেছনের অংশে ও পায়ে গুলি লাগে।

নিউইয়র্ক পুলিশ বলছে, সুনির্দিষ্ট লক্ষ্যে হামলা চালিয়ে ব্রায়ানকে হত্যা করা হয়েছে। সন্দেহভাজন হামলাকারীর খোঁজে তল্লাশি অভিযান চলছে। তাদের ধারণা এ হামলায় একটি সাইলেন্সার ব্যবহার করা হয়েছিল। ঘটনার পরপর হোটেলের আশপাশে পুলিশ সদস্যরা দ্রুত অবস্থান নেন। তারা ওই স্থানে গুলির ঘটনা নিশ্চিত করেন। হামলাস্থলটি ম্যানহাটানের একটি সাধারণ ব্যস্ততম এলাকা।

সন্দেহভাজন হামলাকারী কালো হুডি (টুপিযুক্ত জ্যাকেট) পরা ছিল এবং পিঠে ছিল কালো রংয়ের ব্যাগ। গুলি করার পর তিনি পালিয়ে যান। পুলিশ জানিয়েছে, সর্বশেষ নিউইয়র্কের সেন্ট্রাল পার্ক এলাকায় ঐ হামলাকারীকে ই-বাইক চালাতে দেখা গেছে। এছাড়াও হামলার কিছুক্ষণ আগে একটি কফিশপে সন্দেহভাজন হামলাকারীকে দেখা গিয়েছিল। ওই কফির দোকানের নিরাপত্তা ক্যামেরা ফুটেজ থেকে সন্দেহভাজন হামলাকারীকে শনাক্ত করা হয়েছে। তবে সন্দেহভাজন হামলাকারী কেন ব্রায়ানকে গুলি করে হত্যা করলেন, সেই বিষয়ে নিউইয়র্ক পুলিশ প্রাথমিকভাবে কিছু জানাতে পারেনি।

যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় বেসরকারি বিমা প্রতিষ্ঠান ইউনাইটেডহেলথকেয়ার যার প্রধান ব্রায়ান থম্পসন থাকতেন মিনেসোটায়। একটি বিনিয়োগ সম্মেলনে অংশ নিতে তিনি নিউইয়র্কে এসেছিলেন। ২০২১ সালের এপ্রিলে ৫০ বছর বয়সী ব্রায়ান  প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী হন। ২০০৪ সাল থেকে স্বাস্থ্যবিমা খাতে কাজ করছিলেন তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App