×

বিনোদন

হঠাৎ অসুস্থ স্বস্তিকা, হাসপাতালে ভর্তি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৪ জুলাই ২০২৫, ১০:৪৮ এএম

হঠাৎ অসুস্থ স্বস্তিকা, হাসপাতালে ভর্তি

স্বস্তিকা দত্ত

ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা দত্ত হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। ‘ভানুপ্রিয়া ভূতের হোটেল’ সিনেমার শুটিং চলাকালীন হঠাৎ তীব্র ব্যথায় কাবু হয়ে পড়েন তিনি। পরে দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হয়।

এই খবর ছড়িয়ে পড়ার পর অভিনেত্রীর ভক্ত ও সহকর্মীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়। নিজের অসুস্থতা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট দিয়েছেন স্বস্তিকা। সেখানে তিনি লেখেন, “আমি বুঝি, সব ঘটনার পেছনে কোনো না কোনো কারণ থাকে।”

তিনি আরও জানান, “গতকাল আমি ‘ভানুপ্রিয়া ভূতের হোটেল’ ছবির শুটিং করছিলাম। হঠাৎ করে অসহ্য যন্ত্রণা শুরু হয়, মনে হচ্ছিল এটাই পৃথিবীর সবচেয়ে কঠিন ব্যথা। সঙ্গে সঙ্গে হাসপাতালে ভর্তি করা হয় আমাকে।”

ভারতের এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, “আমি সত্যিই জীবনের সবচেয়ে কঠিন ব্যথার সঙ্গে লড়ছি। সহ-অভিনেতা ও ইউনিটের সদস্যরা যেভাবে পাশে দাঁড়িয়েছে, তাতে আমি কৃতজ্ঞ। এই ছবি আমার কাছে খুব স্পেশাল।”

স্বস্তিকা আরও বলেন, “আমি প্রতিজ্ঞা করছি— যত বাধাই আসুক, এই ছবিকে আমি আরও বিশেষ করে তুলব। আমার শারীরিক অবস্থার কথা মাথায় রেখে পরিচালক ও প্রযোজক শুটিংয়ের দিনক্ষণ নতুন করে ঠিক করছেন। আমি নিজের স্বাস্থ্যের যত্ন নিচ্ছি এবং শুটিং-ও চালিয়ে যাচ্ছি।”

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আড়ং মিরপুর-১২ এক্সটেনশনের সম্প্রসারিত নতুন শোরুম উদ্বোধন

আড়ং মিরপুর-১২ এক্সটেনশনের সম্প্রসারিত নতুন শোরুম উদ্বোধন

ইনসাফ ও মর্যাদার বাংলাদেশের জন্য লড়াই করছে এনসিপি: নাহিদ ইসলাম

ইনসাফ ও মর্যাদার বাংলাদেশের জন্য লড়াই করছে এনসিপি: নাহিদ ইসলাম

সন্ধ্যা পর্যন্ত থেমে থেমে বৃষ্টি হতে পারে

সন্ধ্যা পর্যন্ত থেমে থেমে বৃষ্টি হতে পারে

মুরাদনগরে ভিডিও ছড়ানোর নেপথ্যে ‘দুই ভাইয়ের বিরোধ’

মুরাদনগরে ভিডিও ছড়ানোর নেপথ্যে ‘দুই ভাইয়ের বিরোধ’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App