×

শিক্ষা

মাঠ পর্যায়ের পাশাপাশি অনলাইন স্কুল চালু করবে আশা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২৫, ০৯:৩২ পিএম

মাঠ পর্যায়ের পাশাপাশি অনলাইন স্কুল চালু করবে আশা

ছবি: সংগৃহীত

   

বেসরকারি উন্নয়ন সংস্থা আশার প্রেসিডেন্ট মো. আরিফুল হক চৌধুরী বলেছেন, ‘চলমান মাঠ পর্যায়ে শিক্ষা কর্মসূচির পাশাপাশি ২০২৭ সালের মধ্যে শিক্ষার্থীদের জন্য আশা কর্তৃক অনলাইন স্কুল প্রতিষ্ঠা করার পরিকল্পনা হাতে নেয়া হয়েছে।’ 

রবিবার (২৬ জানুয়ারি) বেসরকারি উন্নয়ন সংস্থা আশার শিক্ষা কর্মসূচির ৫ দিন ব্যাপী অনুষ্ঠিতব্য অফিসার্স ক্যাম্প-২০২৫-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আশা শিক্ষা কর্মসূচির প্রধান মো. সামিউল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশার এ্যাডভাইজার (অপারেশন) সুশীল কুমার রায়। 

মো. আরিফুল হক চৌধুরী বলেন, বর্তমানে আমরা কারিকুলাম নিয়ে কাজ করছি। যা ন্যাশনাল কারিকুলামকে অনুসরণ করে একটি আনন্দময় পাঠদান পরিবেশ এবং নমনীয় শিক্ষা পদ্ধতিকে শিক্ষার্থীদের সামনে উপস্থাপন করবে। একটি ইলাস্ট্রেশন অনেক হাজারো শব্দের চেয়ে কার্যকরি ভুমিকা রাখতে সক্ষম। কঠিন বিষয়গুলোকে এমনভাবে পড়াতে হবে যাতে পড়ার পর বিষয়টি শিক্ষার্থীরা ধারণ করতে পারে। 

তিনি আরো বলেন, কারিকুলার ও পড়ানোর পদ্ধতি আমরা এমনভাবে উন্নয়ন করব যাতে সবাই আমাদের কর্মসূচি সম্পর্কে জানতে আগ্রহী হয়। 

বিশেষ অতিথির বক্তব্যে এ্যাডভাইজার (অপারেশন) সুশীল কুমার রায় বলেন, ‘ঝরে পড়া রোধ এবং মানসম্মত শিক্ষা নিশ্চিত করা এই প্রধান দুইটি লক্ষ্য নিয়ে ১৩ বছর আগে আমাদের এই শিক্ষা কর্মসূচির কাজ শুরু করা হয়। আমরা বর্তমানে প্রায় ১০০ কোটি টাকা ব্যয় করছি শিক্ষা নিয়ে।’

শিক্ষার বিভিন্ন দিক তুলে ধরে তিনি বলেন, শৈশব থেকে শিশুদের মানবিক গুণাবলির শিক্ষা প্রদানসহ শিক্ষাকে তাদের সামনে আকর্ষণীয় এবং আনন্দের সঙ্গে প্রদান করতে হবে। এ লক্ষ্যে শিক্ষা সেবিকাদের যোগ্য ও দক্ষ করে গড়ে তুলতে হবে। তবেই আশা শিক্ষা কর্মসূচি আলাদা বৈশিষ্ট্যপূর্ণ হবে।

উল্লেখ্য, ‘আশা’ সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে ২০১১ সাল থেকে শিক্ষা কর্মসূচি পরিচালনা করছে। দেশের ৬৪টি জেলায় ১৫ হাজার ৭৫০টি শিক্ষাকেন্দ্রের মাধ্যমে প্রায় সাড়ে ৬ লাখ সুবিধা বঞ্চিত শিক্ষার্থীদের বর্তমানে শিক্ষা সহায়তা দিয়ে আসছে ‘আশা শিক্ষা কর্মসূচি’।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App