৭ শতাংশের এর নিচে বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধি

কাগজ ডেস্ক
প্রকাশ: ২৭ জুলাই ২০২৫, ০৯:৪৫ এএম

চলতি বছর দ্বিতীয়বারের মতো ঋণ প্রবৃদ্ধি ৭%-এর নিচে নেমেছে। ছবি : সংগৃহীত
দেশের অর্থনৈতিক অনিশ্চয়তা ও রাজনৈতিক অস্থিরতার মধ্যে বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধি ৭ শতাংশের এর নিচে নেমে এসেছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ মাসিক প্রতিবেদনে উঠে এসেছে, জুন মাসে বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধি দাঁড়িয়েছে মাত্র ৬.৪০%, যা সাম্প্রতিক বছরগুলোতে নজিরবিহীন।
বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যানে দেখা যাচ্ছে, চলতি বছর দ্বিতীয়বারের মতো ঋণ প্রবৃদ্ধি ৭%-এর নিচে নেমেছে। মে মাসে ঋণ প্রবৃদ্ধি ছিল ৭.১৭%, এপ্রিলের হিসাবে ছিল সাড়ে ৭%, মার্চে ৭.৫৭% এবং জানুয়ারিতে ৭.১৫%। অর্থাৎ টানা কয়েক মাস ঋণ প্রবৃদ্ধি ৭% ঘিরেই ঘুরপাক খাচ্ছিল, এবার তা আরো কমে গেল।
ইনস্টিটিউট ফর ইনক্লুসিভ ফাইন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্ট (আইএনএম)-এর নির্বাহী পরিচালক ড. মুস্তাফা কে মুজেরি জানান, রাজনৈতিক অনিশ্চয়তা, সংঘাতপূর্ণ পরিবেশ এবং আইনশৃঙ্খলার ব্যাঘাত উদ্যোক্তাদের নতুন বিনিয়োগ ঝুঁকি নিতে নিরুৎসাহিত করছে। এর পাশাপাশি ব্যাংকিং খাতের নিজস্ব দুর্বলতাও দায়ী।
আরো পড়ুন : যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্কে কমতে পারে প্রবৃদ্ধি, এডিবির সতর্কতা
বাংলাদেশ ব্যাংকের সাবেক এই প্রধান অর্থনীতিবিদ মনে করেন, ব্যাংক খাতে তারল্য ঘাটতি ও অনিয়মের ইতিহাস ঋণ বিতরণে নেতিবাচক প্রভাব ফেলছে। তিনি বলেন, অনাদায়ী ঋণের (এনপিএল) হার বৃদ্ধি পাওয়ায় ব্যাংকগুলো এখন আগের তুলনায় অনেক বেশি সতর্ক।
সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) গবেষণা পরিচালক ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধির ধারাবাহিক হ্রাস দেশের শিল্পায়ন, নতুন বিনিয়োগ ও কর্মসংস্থান সৃষ্টি–সব কিছুর ওপর সরাসরি নেতিবাচক প্রভাব ফেলছে।
তিনি আরো বলেন, এটি অর্থনীতিতে এক উল্লেখযোগ্য সংকটের পূর্বাভাস দিচ্ছে, যা দ্রুত সমাধান না হলে দীর্ঘমেয়াদে প্রবৃদ্ধির ভিত্তি দুর্বল হয়ে যেতে পারে।
অর্থনীতিবিদদের একাংশের মতে, সামনে জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে অনিশ্চয়তা থাকায় ঋণ প্রবাহ দ্রুত ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা ক্ষীণ। যদি কোনো কারণে নির্বাচন বিলম্বিত হয়, তবে বিনিয়োগকারীদের আস্থা আরো কমে যাবে।
তার ওপর যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক আরোপের প্রভাব নিয়ে উদ্বেগ রয়েছে। এডিবির পূর্বাভাসে বলা হয়েছে, এ কারণে রপ্তানি খাতে চাপ বাড়বে, যা বিনিয়োগকারীদের আরো সতর্ক করে তুলতে পারে।